শেরপুরে ফুটবলার-সংগঠককে তরফদার রুহুল আমিনের অনুদান

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৫২ এএম, ২২ জুলাই ২০২০
শেরপুরে ফুটবলার-সংগঠককে তরফদার রুহুল আমিনের অনুদান

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে খেলাধুলা বন্ধ থাকায় বিপদে পড়েছেন ফুটবলারসহ ক্রীড়াঙ্গনের সাথে জড়িতরা। অনেকেই কর্মহীন অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন। এমন পরিস্থিতিতে শেরপুরের কর্মহীন ১৩ ফুটবলার-সংগঠককে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব তরুফদার রুহুল আমিন অনুদানের অর্থ সহায়তা দেন। সোমবার (২০ জুলাই) শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) মাধ্যমে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলোয়াড়-সংগঠকদের মাঝে এসব অনুদানের অর্থ বিতরণ করা হয়।

শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, রেফারি সৈয়দ বদরুল হক রেজভী অনুদানের অর্থ ফুটবলার-সংগঠকদের হাতে তুলে দেন। এ সময় ডিএফএ কোষাধ্যক্ষ জিন্নত আলী, সদস্য জাকির হোসেন বাবুল, মাহবুব রানা, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্ত জানান, বিডিডিএফএ মহাসচিব তরুফদার রুহুল আমিনের দেওয়া ২০ হাজার টাকা বর্তমান ও সাবেক ১২ জন বর্তমান ফুটবলার এবং একজন দুস্থ সংগঠককে প্রদান করা হয়। এর আগেও শেরপুরে করোনায় কর্মহীন বর্তমান ও সাবেক ফুটবলার-সংগঠকসহ ৭৩ জনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ডিএফএ সভাপতি ও তার পরিবার, বিডিডিএফএ এবং স্থানীয়ভাবে সংগৃহিত অনুদানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

হাকিম বাবুল, শেরপুর

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রায়হান যা করেছে তা অবিশ্বাস্য

রায়হান যা করেছে তা অবিশ্বাস্য

মাদকবিরোধী ফুটবলে বিবাহিতদের হারিয়ে দিল অবিবাহিতরা

মাদকবিরোধী ফুটবলে বিবাহিতদের হারিয়ে দিল অবিবাহিতরা

করোনায় যশোরের ব্যস্ত ক্রীড়াঙ্গণে সুনসান নীরবতা

করোনায় যশোরের ব্যস্ত ক্রীড়াঙ্গণে সুনসান নীরবতা

প্রিয়তমাকে পাশে পেয়ে ধন্য শান্ত

প্রিয়তমাকে পাশে পেয়ে ধন্য শান্ত