তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শেরপুরে মেয়র কাপ ফুটবল

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০২:৫৯ এএম, ০৩ অক্টোবর ২০২১
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শেরপুরে মেয়র কাপ ফুটবল

‘খেলাধুলায় মনোনিবেশ, মাদকমুক্ত পরিবেশ’ শ্লোগানে শেরপুরে নালিতাবাড়ীতে শুরু হয়েছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১ অক্টোবর) মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় জুনিয়র একাডেমি কাকরকান্দি ২-০ গোলে শেরপুর সদরের অ্যাকটিভ ক্লাবকে পরাজিত করেছে।

সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণে প্রাণ ফেরাতে এবং তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

পৌর মেয়রের পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজেন করে।

আয়োজকরা জানান, জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ঐতিহ্যবাহী ২৪ টি ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দীর্ঘদিন পর তাড়াগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হওয়ায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
sportsmail24
পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরী। উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ টি এম জিয়াউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ইউএনও হেলেনা পারভীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো.ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল, শেরপুর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে দাবা লিগে চ্যাম্পিয়ন চেস কমিউনিটি, সেরা দাবাড়ু রউফ আজিজ

শেরপুরে দাবা লিগে চ্যাম্পিয়ন চেস কমিউনিটি, সেরা দাবাড়ু রউফ আজিজ

সাতক্ষীরায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিনিয়ররা

সাতক্ষীরায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিনিয়ররা

মুশফিকের নামে গেমস, খেলা যাবে অফলাইনেও

মুশফিকের নামে গেমস, খেলা যাবে অফলাইনেও

নাসির-তামিমার বিয়ে অবৈধ : পিবিআই

নাসির-তামিমার বিয়ে অবৈধ : পিবিআই