ময়মনসিংহকে হারিয়ে বিভাগীয় সেমি-ফাইনালে নেত্রকোনা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২
ময়মনসিংহকে হারিয়ে বিভাগীয় সেমি-ফাইনালে নেত্রকোনা

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ জেলা দলকে হারিয়ে ঢাকা বিভাগীয় (উত্তর) সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে নেত্রকোনা। নেত্রকোনার সঙ্গী হয়েছে জামালুর জেলা দল।

সীমান্তবর্তী জেলা শেরপুর ভেন্যুর ৪টি দলের খেলায় পর পর ২ খেলায় হেরে বিদায় নিয়েছে ময়মনসিংহ ও নরসিংদী জেলা। আর দুই খেলায় জিতে বিভাগীয় ফাইনালে উন্নীত হয়েছে নেত্রকোনা ও জামালপুর জেলা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে নেত্রকোনা ও ময়মনসিংহের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। তীব্র কুয়াশা ও শিশিরের কারণে ৫০ ওভারের খেলাটি সকালে নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় দুপুরের দিকে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ২৫ ওভারের করা হয়।

ম্যাচে টস জিতে নেত্রকোনা জেলা দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ময়মনসিংহ। নির্ধারিত ২৫ ওভারে নেত্রকোনা দল ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। নেত্রকোনার ওয়ান ডাউনে নামা অলরাউন্ডার মাহমুদুল হাসান অর্নব ২ ছক্কা ১ চারে ৪০ রান করেন। এছাড়া মাহমুদুর জয় ২ চারে ১৪ রান এবং অতিরিক্ত থেকে আসে ১৩ রান।

ময়মনসিংহের পক্ষে বোলার সাজ্জাদ নীরব ১২ রানে ৩টি এবং ওপেনিং-ফাস্ট বোলার আবিয়াজ ২১ রানে ২ উইকেট শিকার করেন। তবে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় স্লো ওভার রেটে ময়মনসিংহ জেলা দলের ইনিংসের ৩ ওভার কার্টেল করে ২২ ওভারে ৯৮ রানের টার্গেট নির্ধারিত হয়। তবে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা দল ২১ ওভারে ৭৫ রানে অলআউট হলে ২২ রানের জয় পায় নেত্রকোনা দল।

বিভাগীয় সেমি-ফাইনালে উঠার আনন্দে মেতে ওঠেন ক্ষুদে ক্রিকেটাররা। ময়মনসিংহের পক্ষে সাজ্জাদ ২৬ রান, মাহিম ১৩ রান ও মুহিবুল ইসলাম খান ১০ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ১৯ রান। তাতে অবশ্য দলের পরাজয় ঠেকানো যায়নি।

নেত্রকোনার পক্ষে স্পিনার আদনান সানি ৯ রানে ৩ উইকেট এবং আশিক ও মাহমুদুল যথাক্রমে ১৮ ও ২১ রানে প্রতিপক্ষের ২টি করে উইকেট নেন।

বিভাগীয় দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল ৬, ৭ ও ৯ জানুয়ারি ময়মনসিংহ সার্কিট হাইজ গ্রাউন্ড ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিসিবির হান্টিং কোচ শ্যামল সরকার সেমি-ফাইনাল ও ফাইনালের ভেন্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার ময়মনসিংহ ভেন্যুতে শেরপুর জেলা অনূর্ধ্ব-১৪ দল কিশোরগঞ্জ অনূর্ধ্ব-১৪ দলকে ১০ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে। ৩২ ওভারের খেলায় শেরপুর জেলা দল ১৩৪ রান করে। দলের হয়ে আলিফ সর্বোচ্চ ৫৯ রান এবং রাজন, জাকির ও রিদম ২টি করে উইকেট নেয়।

হাকিম বাবুল, শেরপুর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন গদাইপুর ও তুয়ারডাঙ্গা বিদ্যালয়

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন গদাইপুর ও তুয়ারডাঙ্গা বিদ্যালয়

শেরপুরে সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশের আনন্দময় একটি দিন

শেরপুরে সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশের আনন্দময় একটি দিন

৬ বছর পর শেরপুরে ক্রিকেট লিগ

৬ বছর পর শেরপুরে ক্রিকেট লিগ

দূরের স্টেডিয়ামে অনুশীলনে যেতে বাইসাইকেল পেল ২৫ ক্ষুদে খেলোয়াড়

দূরের স্টেডিয়ামে অনুশীলনে যেতে বাইসাইকেল পেল ২৫ ক্ষুদে খেলোয়াড়