যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজশাহীতে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। এবারের এ টুর্নামেন্টে মোট ২৪টি কলেজ দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক কলেজ মাঠে সপ্তাহব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের নকআউট পদ্ধতির খেলা শনিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে প্রেমতলী ডিগ্রি কলেজ ও ধোপাঘাটা ডিগ্রি কলেজের ম্যাচ থাকলেও ধোপাঘাটা কলেজের প্রমাণপত্র না থাকায় প্রেমতলী ডিগ্রি কলেজ ওয়াকওভার পেয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের অপর ম্যাচে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল ও কলেজ টাইব্রেকারে ৫-৩ গোলে বরেন্দ্র কলেজকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।
পুলিশ লাইন্স স্কুলের সাথী ও বরেন্দ্র কলেজের নাইম একটি করে গোল করেছিলেন। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাক্তন ফুটবলার কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ যুহর আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম।
এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, সাবেক জেলা ক্রীড়া অফিসার মো. ওবায়দুল ইসলামসহ আন্যান্য কর্মকর্তা ও অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
