রাজশাহীতে প্রীতি ক্রিকেট ম্যাচে স্থানীয় সাংবাদিকদের ৬৭ রানে পরাজিত করেছে মহানগর পুলিশ (আরএমপি)। আরএমপি’র আয়োজনে শুক্রবার (২৯ মার্চ) বিকেলে পুলিশ লাইনের মাঠে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর পুলিশ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে এস আই আসাদুল ইসলামের সর্বোচ্চ ৩৬ রানের সুবাদে আরএমপি ১৪১ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেননি সাংবাদিক দল। পুলিশের বোলিং তোপে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় সাংবাদিকরা।
প্রীতি ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে আরএমপি’র পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরএমপি’র কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম, আরএমপি’র মুখপাত্র ইফতেখায়ের আলম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহরিয়ার অনতু, রাজশাহী