বঙ্গবন্ধু বিপিএলে ক্রিকইনফোর সেরা একাদশে ছয় বাংলাদেশি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৮ জানুয়ারি ২০২০
বঙ্গবন্ধু বিপিএলে ক্রিকইনফোর সেরা একাদশে ছয় বাংলাদেশি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ টুর্নামেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে শুক্রবার (১৭ জানুয়ারি)। সদ্য শেষ হওয়া এ টুর্নামেন্ট নিয়ে সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের করা সেরা একাদশে জায়গা পেয়েছেন ছয় বাংলাদেশি।

ক্রিকইনফোর করা সেরা এককাদশে দলের নেতৃত্বে থাকছেন বিপিএলের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। এছাড়া একাদশে ওপেনিং ব্যাটম্যান হিসেবে রাখা হয়েছে দেশীয় দুই ওপেনারকে। তারা হলেন- রংপুর রেঞ্জার্সের মোহাম্মদ নাঈম ও রাজশাহীর লিটন দাস।

টুর্নামেন্টে ১২ ইনিংস খেলে ২টি হাফ-সেঞ্চুরিসহ মোট ৩৫৯ রান করেছেন নাঈম। অন্যদিকে লিটন দাসের রান ৪৫৫। লিটন ৩টি হাফ-সেঞ্চুরি করে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আছেন।

তিন নম্বরে আছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রাইলি রুশো। ১৪ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ ৪৯৫ রান করেছেন তিনি। রুশোর সাথে মিডল-অর্ডার সামলানোর দায়িত্বে রাখা হয়েছে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ও কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালানকে।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহের দ্বিতীয়স্থানে থাকা মুশফিক ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪৯১ রান করেছেন। আর টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরিয়ান ছিলেন মালান। পাশাপাশি ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৪৪ রান করেছেন মালান। উইকেটের পেছেনের কাজটাও সামলাবেন মুশি।

সেরা একাদশের অধিনায়কত্বের দায়িত্ব রাসেলের। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে ২২৫ রান করার পাশাপাশি ১৪টি উইকেটও নিয়েছেন রাসেল।

অফ-স্পিনার হিসেবে ঢাকা প্লাটুনের একাদশে ছিলেন মেহেদী হাসান। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে নিজেকে অন্যরূপে প্রকাশ করেন তিনি। পিঞ্চ হিটার হিসেবে ব্যাট হাতে রান তুলতেও পারদর্শীতা দেখিয়েছেন মেহেদী। ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৩ রান করেছেন তিনি। বল হাতেও ১২ উইকেট শিকারি ছিলেন এ ডান-হাতি। ফলে রাসেলের সাথে একাদশে অলরাউন্ডার হিসেবেই জায়গা পেয়েছেন মেহেদী।

বোলারদের তালিকায় দুই বিদেশির সাথে থাকছেন দুই দেশি খেলোয়াড়। চার বোলারের তিনজনই বাঁ-হাতি পেসার। খুলনা টাইগার্সের পাকিস্তানে পেসার মোহাম্মদ আমির, কুমিল্লার আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁ-হাতি পেসার মেহেদী হাসান রানা ও রংপুর রেঞ্জার্সের পেসার মোস্তাফিজুর রহমান।

বঙ্গবন্ধু বিপিএলে ২০টি করে উইকেট শিকার করেছেন আমির ও মোস্তাফিজুর। মেহেদীর শিকার ১৮টি ও মুজিবের ১৫টি।

বঙ্গবন্ধু বিপিএলে ক্রিকইনফোর একাদশ
আন্দ্রে রাসেল (রাজশাহী রয়্যালস; অধিনায়ক), মোহাম্মদ নাঈম (রংপুর রেঞ্জার্স), লিটন দাস (রাজশাহী রয়্যালস), রাইলি রুশো (খুলনা টাইগার্স), মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স), ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স), মেহেদী হাসান (ঢাকা প্লাটুন), মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স), মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স), মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ও মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স)।


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস

বঙ্গবন্ধু বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস

বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী চারজন

বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী চারজন

বিপিএলে স্থায়ীভাবে যুক্ত হবে ‘বঙ্গবন্ধু’

বিপিএলে স্থায়ীভাবে যুক্ত হবে ‘বঙ্গবন্ধু’

পাকিস্তান সফরের সঙ্কট কাটলো, ওয়ানডেও খেলবে বাংলাদেশ

পাকিস্তান সফরের সঙ্কট কাটলো, ওয়ানডেও খেলবে বাংলাদেশ