পরাগ-তেওয়াটিয়ার জুটিতে রাজস্থানের দুর্দান্ত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১২ অক্টোবর ২০২০
পরাগ-তেওয়াটিয়ার জুটিতে রাজস্থানের দুর্দান্ত জয়

ছবি : বিসিসিআই

সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ১৫৯ রানের টার্গেটে ১২ ওভারে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় রাজস্থান রয়্যালস। তবে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটিতে হায়দারাবদের বিপক্ষে রাজস্থানকে দুর্দান্ত জয় এনে দেন রিয়ান পরাগ ও রাহুল তেওয়াটিয়া।

রোববার (১১ অক্টোবর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরের ২৬তম ও দিনের প্রথম ম্যাচে হায়দারাবাদকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে রাজস্থান।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট হাতে নামে হায়দারাবাদ। মনিষ পান্ডিয়ার ৪৪ বলে ৫৪, অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের ৩৮ বলে ৪৮ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের ১২ বলে অপরাজিত ২২ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ গড়ে সানরাইজার্স হায়দারাবাদ।
sportsmail24
জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৭৮ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজস্থান রয়্যালস। বাকি ৮ ওভারে হাতে থাকা ৫ উইকেটে জয়ের জন্য ৮১ রান দরকার ছিল রাজস্থানের। সেখান থেকে দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের স্বাদ দেন পরাগ ও তেওয়াটিয়া।

২৬ বলে ২টি করে চার-ছক্কায় অপরাজিত ৪২ রান করেন পরাগ। আর ৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৪৫ রান করেন তেওয়াটিয়া। ফলে এক বল বাকি থাকতেই ১৬৩ রান তুলে জয় নিশ্চিত করেন তারা। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন রাহুল তেওয়াটিয়া।

এ জয়ে হায়দারাবাদ ও রাজস্থান সমান সংখ্যক ৭ খেলে সমান সংখ্যক ৩ জয়ে (চার ম্যাচে হার) ৬ নিয়ে পয়েন্ট টেবিলে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুঃসময়ের বৃত্তেই ধোনি, কোহলির দুর্দান্ত জবাব

দুঃসময়ের বৃত্তেই ধোনি, কোহলির দুর্দান্ত জবাব

দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন খুশদিল

দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন খুশদিল

প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি

প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি

প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সে খুলে যেতে জাতীয় দলের দরজা

প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সে খুলে যেতে জাতীয় দলের দরজা