আইপিএল নিয়ে চিন্তিত ছিলেন সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৩ অক্টোবর ২০২০
আইপিএল নিয়ে চিন্তিত ছিলেন সৌরভ

ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১৩তম আসর। মরুর দেশে আইপিএল আয়োজন নিয়ে শুরুতে চিন্তায় ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

টুর্নামেন্ট শুরুর পর টিভি সেট, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএলের প্রতি ক্রিকেটপ্রেমিদের উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। ফলে প্রথমে চিন্তিত থাকলেও ক্রিকেটপ্রেমিদের আগ্রহে মোটেও বিস্মিত হননি গাঙ্গুলি।

সম্প্রতি তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘টিভি রেটিং আকাশ ছুঁয়েছে। তবে এ পরিস্থিতিতে টুর্নামেন্ট সফল হবে কি-না তা নিয়ে শুরুতে আমরা সকলেই নিশ্চিত ছিলাম। দর্শক ছাড়া দেশের বাইরে টুর্নামেন্ট। এমনকি সেখানেও দর্শক থাকবে না। আমরা কেউই বুঝতে পারছিলাম না, আসলে কী হবে এ আসরের।’

সৌরভ বলেন, ‘তবে খেলা শুরুর পর আমাদের সব দুঃশ্চিন্তা কেটে গেছে। টিভি রেটিংয়ের দিক থেকে আইপিএল দারুণ সফল। অসংখ্য মানুষ খেলা দেখছেন। অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া দিচ্ছেন। সকলেই এ আসরটি দারুণ উপভোগ করছে।’
sportsmail24
আইপিএলের উদ্বোধনী ম্যাচটি ২০ কোটি মানুষ দেখেছে। টুর্নামেন্ট গড়ানোর পর থেকে সেই সংখ্যা আরও বেড়েছে। তবে করোনার এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের এমন সাফল্যে বিস্মিত নন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘দেশের বাইরে হলেও আইপিএল সাফল্যে আমি অবাক হচ্ছি না। বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট আইপিএল। সেরা টুর্নামেন্ট মানুষ দেখতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে আমরা সকলেই চিন্তায় ছিলাম সেটা অস্বীকার করা যাবে না।’

আইপিএলে মাঠের খেলাও জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই উত্তেজনা বাড়ছে। বেশক’টি ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে। ডাবল-সুপার ওভারও হয়েছে। টান-টান উত্তেজনা দেখা যাচ্ছে প্রতিটি ম্যাচেই। আর এটিকেও সাফল্যের অংশ হিসেবে মনে করছেন গাঙ্গুলি।

ভরাতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, ‘এবারের টুর্নামেন্টে অনেকগুলো সুপার ওভার হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স-কিংস ইলেভেন ম্যাচ নিষ্পত্তি হয়েছে ডাবল সুপার ওভারে। ব্যাটসম্যান-বোলাররাও দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। এবারের আইপিএলে সব কিছুই দেখা যাচ্ছে। মাঠের উত্তেজনাও সাফল্যের অন্যতম কারণ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘আনফিট’ ধোনিকে পরামর্শ দিলেন মিয়াঁদাদ

‘আনফিট’ ধোনিকে পরামর্শ দিলেন মিয়াঁদাদ

ভারতেই সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি

ভারতেই সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি

ধোনির রেকর্ডের দিনে লজ্জার রেকর্ড গড়লো চেন্নাই

ধোনির রেকর্ডের দিনে লজ্জার রেকর্ড গড়লো চেন্নাই

ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ

ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ