দিল্লি ক্যাপিটালসই শিরোপা জিতবে : পন্টিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০২১
দিল্লি ক্যাপিটালসই শিরোপা জিতবে : পন্টিং

আইপিএলের ১৪তম আসর শুরু হতে আর বাকি ক`দিন। আইপিএলের দীর্ঘ এই লম্বা যাত্রায় অনেক দল শিরোপা জিতলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দিল্লির ফ্র্যাঞ্চাইজির। তবে এবার ঘুরে দাঁড়াতে চায় দলটি। 

দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিটালসে  নাম পরিবর্তন করলেও ভাগ্য পরিবর্তন হয়নি তাদের। গত আসরে শিরোপা জিতেও জেতা হলোনা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ফাইনাল ম্যাচে পরাজিত হয়ে। 

এবারের আসরে দিল্লির হেড কোচ হিসেবে আছেন সাবেক অজি তারকা রিকি পন্টিং। এবারে তাদের মূল লক্ষ্য শিরোপা জয়ই, আর সেটা অকপটেই জানালেন তিনি। পন্টিং বলেন, `এবারের শিরোপা আমাদেরই হবে। গতবারের পারফর্মও সেই কথাই বলে। শিরোপা জয়ের উদ্দেশ্যেই খেলোয়াড়েরা এবং আমি এখানে এসেছি। টিম মিটিংয়ে আজকেও সবাই শিরোপা জয়েরই কথা বলেছে।` 

পূর্বের আসরের চেয়ে এবারের আসরের দলকেই শক্তিশালী মনে করেন পন্টিং। তার বিশ্বাস এই দল নিয়ে শিরোপা জয় অসম্ভব কিছু নয়। খেলোয়াড়েরা শতভাগ দিতে পারলে শিরোপা দিল্লির ঘরেই যাবে এমন আভাসই দিলেন তিনি। পন্টিং আরো বলেন `গতবার কি হয়েছে তা ভুলে এবার ম্যাচ জিতে কোয়ালিফাই হতে চায় যেনো ফাইনাল খেলতে পারি। আমরা এখানে জয়ের জন্যই এসেছি আর আমি বিশ্বাস করে এই দল নিয়ে তা সম্ভবও। আমাদের ব্যাকআপ খেলোয়াড়েরাও বেশ শক্তিশালী। সবাই খুবই রোমাঞ্চিত।` 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিদের  প্রশংসায় বিদেশিদের সৌরভ গাঙ্গুলির ‘খোঁচা’

কোহলিদের প্রশংসায় বিদেশিদের সৌরভ গাঙ্গুলির ‘খোঁচা’

আইপিএল দিয়েই জাতীয় দলে ফেরার অপেক্ষায় তারা

আইপিএল দিয়েই জাতীয় দলে ফেরার অপেক্ষায় তারা

পিছিয়ে গেল পাকিস্তানি যুবাদের বাংলাদেশ সফর

পিছিয়ে গেল পাকিস্তানি যুবাদের বাংলাদেশ সফর

ফুটবলের দেশ পর্তুগালে শুরু হচ্ছে টি-১০ ক্রিকেট লিগ

ফুটবলের দেশ পর্তুগালে শুরু হচ্ছে টি-১০ ক্রিকেট লিগ