এক বছর আইপিএল না খেললে কি হতো, প্রশ্ন শোয়েবের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ এএম, ০৯ মে ২০২১
এক বছর আইপিএল না খেললে কি হতো, প্রশ্ন শোয়েবের

আইপিএল শুরুর পর থেকেই আইপিএলের সমালোচনায় মগ্ন ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও স্পিড স্টার শোয়েব আখতার। করোনাভাইরাসের কারণে আইপিএল থেমে গেলেও, থামে নি শোয়েব আখতারের সমালোচনা। নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আইপিএল নিয়ে আবারও কথা বলেন শোয়েব। 

নিজের করা ভিডিওতে শোয়েব পিএসএলের প্রসঙ্গ তুলে বলেন এমন অবস্থায় আইপিএল আয়োজন করাটা ছিল বোকামি। তিনি বলেন, `বর্তমান পরিস্থিতে আইপিএল আয়োজনের কোন যুক্তিকতা ছিল না। জৈব বলয় সুরক্ষায় আমরাও পিএসএল করেছিলাম, যা পুরোপুরি ব্যর্থ হয়। ভারত চেষ্টা করেছে এবং তারাও ব্যর্থ।` 

শোয়েব আখতার মনে করেন, জৈব বলয় সুরক্ষাতে ক্রিকেট চালানো সম্ভব, তবে সেটি শুধু আন্তর্জাতিক ক্রিকেটের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জৈব বলয় সুরক্ষা কাজে আসবে না বলে অভিমত তাঁর। শোয়েব আখতার বলেন, `আন্তর্জাতিক  ক্রিকেটে বলয় হতে পারে, কিন্তু আইপিএল বা পিএসএলে এসব সম্ভব নয়। কারণ এখানে নানা দেশ থেকে খেলোয়াড়েরা আসে।` 

একই সাথে এ বছর যারা আইপিএল খেলতে গেছেন তাদের উপর বেশ চটেছেনও শোয়েব। তিনি বলেন, `২০০৮ সাল থেকেই আইপিএল দিয়ে আয় করছে ক্রিকেটাররা, এই এক বছর  আইপিএল খেলে আয় না করলে কি বেশি সমস্যা হয়ে যেতো? যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সেখানে এমন আয়োজন মানানসই ছিল না।`

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

  


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

যে কারণে অনুশীলনে যোগ দেননি তামিম-মুশফিকরা

যে কারণে অনুশীলনে যোগ দেননি তামিম-মুশফিকরা

আইপিএল খেলা চেতন সাকারিয়ার পরিবারে করোনা

আইপিএল খেলা চেতন সাকারিয়ার পরিবারে করোনা