চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৮ মে ২০২১
চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি সুপার লিগের পয়েন্ট অর্জন করলেও নিউজিল্যান্ড সফরে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও পূর্ণ পয়েন্ট অর্জনের আশা টাইগারদের। সিরিজের প্রাথমিক স্কোয়াডে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনও ঠিক তেমনটাই শোনালেন।

শুক্রবার (৭ মে) মিরপুরে দলের অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলেন, ‌‌‌নিউজিল্যান্ড সিরিজে হোয়াটওয়াশ হওয়া ছিল সত্যিই হতাশাজনক। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চেষ্টা থাকবে সিরিজ জয়ের।

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ছাড়াও বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সিরিজে এক ম্যাচ খেলা সাইফউদ্দিনও ভালো করতে পারেননি। ব্যাট হাতে অপরাজিত ৭ রান ছাড়া বল হাতে ৪৩ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে তিনি বলেন, নিউজিল্যান্ড সিরিজে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, হোয়াটওয়াশ হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। এখন যেহেতু ঘরের মাঠে শ্রীলঙ্কা সাথে খেলা, অবশ্যই আমরা চেষ্টা করবো সিরিজ জয়ের।

নিউজিল্যান্ড সফরের পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট সিরিজেও ভালো করতে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে বাজেভাবে হেরেছে মমিনুল হকের দল। সেই হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজকেও চ্যালেঞ্জিং মানছেন সাইফউদ্দিন।

তিনি বলেন, যেহেতু আমরা কিছুদিন আগে ওদের (শ্রীলঙ্কা) মাটিতে টেস্ট সিরিজ হেরে এসেছি। তাই এটা (ওয়ানডে সিরিজ) আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার আছে। ফলে চেষ্টা থাকবে আমরা যেন দেশের মাটিতে সিরিজ জিততে পারি এবং পয়েন্ট বের করে নিতে পারি।

সাইফউদ্দিন বলেন, গত কয়েকমাস ধরে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছি না। আমাদের জন্য এ সিরিজে ভালো খেলা খুব প্রয়োজন। আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার আছে, আর যেহেতু দেশের মাটিতে খেলা। যাতে আমাদের বিশ্বকাপ খেলতে সুবিধা হয়।

চেনা কন্ডিশনের চেনা উইকেটে শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে চান সাইফউদ্দিন। ম্যাচের পরিকল্পনা নিয়ে বলেন, একটা দলের প্রথম দশ ওভারের খেলা অনেক সময় ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। প্রথম দশ ওভারে বোলারদের দায়িত্ব থাকে ইকোনমিক্যাল বল করা, টপ অর্ডারে এক-দুটা উইকেট নেওয়া। নিউজিল্যান্ড সিরিজে আমরা এ কাজ করতে ব্যর্থ হয়েছি। ইনশা-আল্লাহ চেষ্টা করবো, যেহেতু ঘরের মাঠে চেনা কন্ডিশনে চেনা উইকেটে খেলা।

তিনি আরও বলেন, যেহেতু আমরা এখানে (মিরপুরে) অনেক ম্যাচ খেলেছি। আমাদের টিম এখন অনেক ভারসাম্যপূর্ণ। সাকিব ভাই এসেছে, মোস্তাফিজ এসেছে এবং তাসকিন ভাই ভালো ফর্মে আছে। ইনশা-আল্লাহ আমি যদি সুযোগ পাই ভালো করার চেষ্টা করবো। এছাড়া টিমও বেশ ভালো অবস্থায় আছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যে কারণে অনুশীলনে যোগ দেননি তামিম-মুশফিকরা

যে কারণে অনুশীলনে যোগ দেননি তামিম-মুশফিকরা

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালোর আশাবাদী সৌম্য

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালোর আশাবাদী সৌম্য

ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন

ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ