টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৮ মে ২০২১
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারছেন না ভারতের হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব। তাদের দু'জনকে বাইরে রেখে বিরাট কোহলির নেতৃত্বে ২০ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

শুক্রবার (৭ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই এ স্কোয়াড ঘোষণা করেছে। করোনার কারণে ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডের বাইরে আরও চারজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

ঘোষিত এ স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। যা ১৮ থেকে ২২ জুন ইংল্যান্ডে এ ফাইনাল অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শুরু ৪ আগস্ট।

স্কোয়াডে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং চায়নাম্যান কুলদীপ যাদব জায়গা না পাওয়ার বিষয়ে বিসিসিআই-এর বিজ্ঞপ্তিতে জানিয়েছ তাদের ফিটনেস ঘাটতি রয়েছে। এছাড়া ২০ সদস্যের স্কোয়াডে জায়গা পাওয়া লোকেশ রাহুল এবং ঋদ্ধিমান সাহাও ফিটনেস শঙ্কায় রয়েছেন। সফরে আগে তাদের দু'জনকেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২০ সদস্যের ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, মো. সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, কেএল রাহুল, ঋদ্ধিমান সাহা।

স্ট্যান্ড বাই চারজন
অভিমন্যু ইশ্বরান, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, আরজান নাগওয়াসওয়ালা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে উইজডনের সেরা একাদশ ঘোষণা

টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে উইজডনের সেরা একাদশ ঘোষণা

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম

বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম