সাকিব বিহীন কলকাতার দুর্দান্ত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১
সাকিব বিহীন কলকাতার দুর্দান্ত জয়

আইপিএলের ক্যারিয়ারের ২শ’তম রেকর্ড গড়া ম্যাচে হারের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলি। টস জিতলেও ম্যাচ জিততে পারেননি। অন্যদিকে, স্থগিত আইপিএলের আবুধাবি পর্বে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

দলের জয় পাওয়া এ ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের সাকিব আল হাসান। কলকাতার একাদশে সাকিবের ‘প্রতিদ্বন্দ্বি’ সুনিল রানাইনও জায়গা পেয়ে ভালো করতে পারেননি। তবে বাকি বোলারদের দাপটে এক ওভার বাকি থাকতেই ৯২ রানে গুটিয়ে যায় ব্যাঙ্গালোর।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় কলকাতা। ৯ উইকেটে জয় পাওয়া কলকাতার হাতে তখনও বাকি ছিল ৬০টি বল। দলের পক্ষে বল হাতে কোহলিদের ধসিয়ে দেওয়ায়  ম্যাচ সেরা হয়েছেন বরুণ চক্রবর্তী।

সোমবার (২০ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে প্রসিদ্ধ কৃষ্ণের বলে এলবিডব্লিউ হন আরসিবি অধিনায়ক ও ওপেনার বিরাট কোহলি। ৪ বলে ৫ রান করেন তিনি। দলের অপর ওপেনার দেবদত্ত পাড়িক্কলের ২০ বলে ২২ রান ছিল দলের ব্যক্তি সর্বোচ্চ। এছাড়া বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মাঝে।

বরুণ চক্রবর্তীর স্পিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আরসিবির ব্যাটিং ইনিংস। শ্রীকার ভারত কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। ১৯ বলে ১৬ রান করে ফিরেন আইপিএলে অভিষেক হওয়া এ ক্রিকেটার। ব্যর্থ হন গ্লেন মাক্সওয়েল, ১৭ বলে করেন ১০ রান। এছাড়া এবি ডিভিলিয়ার্স (০), সচিন বেবি ১৭ বলে ৭ এবং ওয়ানিন্দু হাসরঙ্গ খালি হাতে ফিরেন।

কলকাতার পক্ষে বল হাতে স্পিনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া আন্দ্রে রাসেলও বল হাতে আরসিবির ব্যাটিং লাইনআপ ধ্বংস করেছেন। তিন ওভারে ৯ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট। অন্যদের মধ্যে লকি ফার্গুসন ২টি এবং প্রসিদ কৃষ্ণ একটি উইকেট শিকার করেন।

আইপিএলে যেখানে রানের ঝলকানি, সেখানে মাত্র ৯৩ রানে লক্ষ্য পায় কলকাতা। ফলে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন দুই ওপেনার। শুভমান গিল এবং আইপিএলে অভিষেক হওয়া ভেঙ্কটেশ আইয়ার।

দু’জনে মিলে ৮২ রানের ওপেনিং পার্টনারশীপ গড়েন। দলের জয় থেকে মাত্র ১১ রান দূরে থাকতে আউট হন শুভমান গিল। ৩৪ বলে ৬টি চার ও এক ছক্কায় ৪৮ রান করেন তিনি। বাকি কাজটুকু সারেন অপর ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। ৯ দশমিক ১ ওভাবে একমাত্র উইকেট হারানোর পর ওই ওভারেই জয় নিশ্চিত করেন তিনি।

২৭ বলে ৭টি চার ও এক ছক্কায় অপরাজিত ৪১ রান তুলে দলের জয় নিশ্চিত করেন ভেঙ্কটেশ আইয়ার। অপরপ্রান্তে কোন বল না খেলে খালি হাতেই অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল। 

আবুধাবি পর্বের নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে গেছে ইয়ান মরগানের দল কলকাতা। ৬ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

মুম্বাইয়ের বিপক্ষে খেলা ফাইনালের সমান : ব্রাভো

মুম্বাইয়ের বিপক্ষে খেলা ফাইনালের সমান : ব্রাভো

সাকিবদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান

সাকিবদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান

দর্শক নিয়ে ফিরলো আইপিএল, জয় তুলে শীর্ষে চেন্নাই

দর্শক নিয়ে ফিরলো আইপিএল, জয় তুলে শীর্ষে চেন্নাই