সাকিবদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১
সাকিবদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান

করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর আবারও মাঠে গড়িয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করবে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। প্রথম অংশে সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে কলকাতা, সামনের সাতটি ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে সাকিব-রাসেল-নারাইনরা। ক্রিকেটারদেরকে বার্তা দিয়ে জয়ের তাগিদ আরও বাড়িয়ে তুলেছেন কলকাতা ফ্রাঞ্চাইজির কর্ণধার শাহরুখ খান।

সোমবার (২০ সেপ্টেম্বর) দলের আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের আগের দিন দলের উদ্দেশে বার্তা দেন শাহরুখ। বলেন, ‘মনে রেখো তোমরা প্রত্যেকে একজন করে নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। জয় তোমাদেরই হবে।’

আরব আমিরাত অংশের প্রথম ম্যাচে দলের সাথে থাকতে পারবেন না শাহরুখ খান। শ্যুটিং থাকায় দলের সাথে থাকছেন না তিনি। তবে ভিডিও কলে দলের সবাইকে স্বাগত জানিয়েছেন তিনি।

ম্যাচের আগের দিন কলকাতার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক ইয়ান মরগ্যান বলেন, ‘আমরা আর পিছনে তাকাতে চাই না। সবাই সামনের সাত ম্যাচে ভালো খেলার জন্য মরিয়া হয়ে আছে। সবার মধ্যে জেতার লক্ষ্য আছে। কারও মধ্যে প্রথম সাত ম্যাচের প্রভাব নেই।’

আইপিএলের প্রথম দফার পর প্রায় চার মাসের বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে আইপিএলের দ্বিতীয় অংশ। এ বিরতির পর ক্রিকেটাররা কেউ ফলাফল নিয়ে ভাবছে না। বরং ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য মরিয়া হয়ে আছে বলে জানান অধিনায়ক মরগ্যান।

আইপিএলের স্থগিত হওয়া অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্যাট কামিন্স। পরিবারে নতুন সদস্য আসায় তিনি আইপিএল খেলতে আসেননি। তার পরিবর্তে কলকাতা স্কোয়াডে যোগ দিয়েছেন কিউই পেসার টিম সাউদি।

এ বিষয়ে অধিনায়ক মরগ্যান বলেন, ‘দীর্ঘদিন আইপিএলে খেলেছেন সাউদি। ওর অভিজ্ঞতা যেকোনো দলের কাছেই সম্পদ। তবুও প্যাটের শূন্যতা আমরা অনুভব করবো। ওর পরিবারে নতুন সন্তান এসেছে তাই ওকে অভিনন্দন।’

আবুধাবির পিচে রান ওঠার সম্ভাবনা খুব বেশি বলে মনে করেন মরগ্যান। তাই তো স্পিন জুটি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চান তিনি। মরগ্যান ইঙ্গিত দিয়েছেন মাঠে নামতে পারেন সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে বরুণ চক্রবর্তী বেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন কলকাতা অধিনায়ক।

মরগ্যানদের ভরসা বাড়াতে পারেন ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ ছন্দে ছিলেন তিনি। তাই তো বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামতে চান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

দর্শক নিয়ে ফিরলো আইপিএল, জয় তুলে শীর্ষে চেন্নাই

দর্শক নিয়ে ফিরলো আইপিএল, জয় তুলে শীর্ষে চেন্নাই

আইপিএলের অধিনায়কত্বও ছাড়লেন কোহলি

আইপিএলের অধিনায়কত্বও ছাড়লেন কোহলি

কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ায় অবাক লারা

কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ায় অবাক লারা