শেষ দুই বলে দুই ছক্কা, গুজরাটের অবিশ্বাস্য জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৯ এপ্রিল ২০২২
শেষ দুই বলে দুই ছক্কা, গুজরাটের অবিশ্বাস্য জয়

জয় পেতে শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১৯ রান। ওভারের প্রথম চার বল থেকে আসে সাত রান, যার মধ্যে হারাতে হয়েছিল একটি উইকেটও। ফলে শেষ দুই বলে লক্ষ্য দাঁড়ায় ১২ রানের। সেটাই করলেন গুজরাট টাইটান্সের ব্যাটার রাহুল তেওয়াতিয়া। শেষ দুই বলের ছক্কায় পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে গুজরাট টাইটান্স। আসরে এটি তাদের টানা তৃতীয় জয়।

শুক্রবার (৮ এপ্রিল) আসরের ১৬তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে পাঞ্জাব কিংস। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৪ রান করেন ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯তম ওভার শেষে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭১ রান। ফলে জয়ের জন্য শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৯ রানের। ইনিংসের ১৯তম ওভারে ১৩ রান করেছিল গুজরাট।

ওডিন স্মিথের করা শেষ ওভারের প্রথম বলটি ওয়াইড হয়। ফলে ৬ বলে লক্ষ্য নেমে আসে ১৮ রানে। পরের বলেই ডেভিড মিলারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১৮ বলে ৫ চারে ২৭ রান পান্ডিয়ার রান আউটে আরও চাপে পড়ে যায় গুজরাট।

ওভারের দ্বিতীয় বলে উইকেটে আসা রাহুল তেওয়াতিয়া এক রান নেন। তৃতীয় বলে চার এবং চতুর্থ বলে এক রান নেন মিলার। ফলে নতুন ব্যাটার রাহুল তেওয়াতিয়ার সামনে দুই বলে লক্ষ্য দাঁড়ায় ১২ রান। টানা ছক্কা ছাড়া জয় পাওয়া অসম্ভব ম্যাচে নায়ক বলে যান তেওয়াতিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বোলার ওডিন স্মিথের শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নেন রাহুল তেওয়াতিয়া। ৩ বলে ১৩ রান নিয়ে গুজরাটকে টানা তৃতীয় জয়ের স্বাদ এনে দেন তিনি। যদিও এর আগে ব্যাট হাতে দলের ওপেনার শুভমান গিলের ৯৫ রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখেছে গুজরাট।

ব্যাট হাতে ৫৯ বলে ১১টি চার ও একটি ছক্কায় বিধ্বংসী ইনিংস খেলেন শুভমান গিল। ফলে শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে তেওয়াতিয়া নায়ক বনে গেলেও ম্যাচ সেরা পুরস্কার উঠেছে শুভমানের হাতে।

এ জয়ের আসরে নিজেদের তিন ম্যাচেই টানা জয় তুলে নিল আইপিএলের নবাগত দল গুজরাট টাইটান্স। তবে সমান জন নিয়েও শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

ম্যাচ হারের পর মোস্তাফিজদের অধিনায়কের জরিমানা

ম্যাচ হারের পর মোস্তাফিজদের অধিনায়কের জরিমানা

সরিয়ে নেওয়া হলো ধোনির ‘বিতর্কিত’ বিজ্ঞাপন

সরিয়ে নেওয়া হলো ধোনির ‘বিতর্কিত’ বিজ্ঞাপন

ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স

ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স