আইপিএল খেলার পথ খুলছে সাইফউদ্দিনসহ যাদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ পিএম, ০২ আগস্ট ২০১৯
আইপিএল খেলার পথ খুলছে সাইফউদ্দিনসহ যাদের

গেল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ডের শিরোপা জেতা একেবারে অপ্রত্যাশিত ছিল না। তবে এবারের বিশ্বকাপে কয়েকজন তারকা খেলোয়ার প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলেছেন। যার কারণে তারা এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়ে যেতে পারেন।

বিশ্বকাপে বল হাতে অসাধারণ খেলা বাংলাদেশ দলের তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আগেই। বিশ্বকাপ শেষে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন বলেছিলেন, আইপিএলে খেললে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে খেলবেন তিনি।

বিশ্বকাপে সাইফউদ্দিনের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও কম যাননি। ভারতের বিপক্ষে ৩৮ বলে ৯টি চারের সাহায্যে ৫১ রানের অপরাজিত একটি ইনিংসও খেলেন তিনি।

ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকটেকারের তথ্য মধ্যে আইপিএলের আসন্ন আসরের নিলামে হইচই ফেলে দিতে পারেন সাইফউদ্দিনসহ বিশ্বকাপের কয়েকজন তারকা ক্রিকেটার।

সাইফউদ্দিন ছাড়াও আরও যাদের নাম আসছে তার মধ্যে রয়েছে শ্রীলংকার অভিস্কা ফার্নান্দো। বাংলাদেশের সঙ্গে সিরিজেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন লংকান এ ওপেনার।

অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স কেরি বিশ্বকাপে ফিনিশারের ভূমিকা পালন করে নজর কেড়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মায়াঙ্কের বদলে ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

মায়াঙ্কের বদলে ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলে সাকিবদের কোচ হলেন ট্রেভর বেলিস

আইপিএলে সাকিবদের কোচ হলেন ট্রেভর বেলিস

আইপিএলের দ্বাদশ আসরে কে পেল কোন পুরস্কার

আইপিএলের দ্বাদশ আসরে কে পেল কোন পুরস্কার

শেষ বলের নাটকীয়তায় আইপিএল শিরোপা মুম্বাইয়ের

শেষ বলের নাটকীয়তায় আইপিএল শিরোপা মুম্বাইয়ের