লড়াইয়ে ফিরেছি, এটা বড় সুযোগ : সরফরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ এএম, ১৭ জুন ২০২০
লড়াইয়ে ফিরেছি, এটা বড় সুযোগ : সরফরাজ

ফাইল ছবি

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। ব্যক্তিগতভাবে ও অধিনায়ক হিসেবে পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়ায় ২০১৯ সালে পাকিস্তান দলে জায়গা হারিয়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন পর ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে ফিরেছেন তিনি।

দলের বাইরে থাকাটা তার জন্য বড় উপকারই হয়েছে বলে জানান সরফরাজ। কারণ ওই সময় ভুল-ত্রুটি ও ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। পাকিস্তানের একটি অনলাইনের লাইভ সেশনে তেমনটাই জানান সরফরাজ।

তিনি বলেন, ‘দলের বাইরে থাকায় নিজেকে নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ততায় পার করেছি। শেষ তিন মাসে কোয়ারেন্টাইনে পরিশ্রম করেছি। নিজেকে নতুনভাবে তৈরি করার ভালো সুযোগ পেয়েছিলাম। নিজের ফিটনেসের উন্নতি করেছি, এটি আমি উপলব্ধি করতে পারছি।’

দলের বাইরে থাকলেও ফিটনেস ও নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হকের সাথে সর্বদা যোগাযোগ করেছেন বলে জানান তিনি, ‘মিসবাহ ভাইয়ের সাথে আমার প্রায়ই কথা হয়েছে। তিনি আমাকে ফিটনেসের উন্নতির জন্য অনেক পরামর্শ দিয়েছেন এবং আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো ধরিয়ে দিয়েছিলেন। আমি সেগুলো নিয়ে নিজের মত করে কাজ করেছি।’

গত বছরের অক্টোবরে অধিনায়কত্ব হারানোর সাথে পাকিস্তান দল থেকে বাদ পড়েন সরফরাজ। এতে কেন্দ্রীয় চুক্তিতেও অবনতি ঘটে তার। ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে যান তিনি।

দল থেকে বাদ পড়লেও ফর্ম ফিরে পেতে প্রথম শ্রেনির ক্রিকেটে যোগ দেন সরফরাজ। কিন্তু যথাযথভাবে সেখানে নিজেকে ফিরে পেতে পারেননি তিনি। পিএসএলে ২১.১৪ গড়ে ১৪৮ রান করেন ৩২ বছর বয়সী সরফরাজ। তারপরও উন্নতির জন্য হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম করেছেন তিনি।

সরফরাজ বলেন, ‘আমি পিএসএলও ভালো করতে পারিনি। তবে হাল ছাড়িনি। কারণ আমাকে দলে ফিরতে হবে। তবে ৭-৮ মাস জাতীয় দলের বাইরে থাকায় আমার উপকারই হয়েছে। এ সময় নিজেকে নিয়ে ভালোভাবে কাজ করতে পেরেছি।’

জুলাই মাসে ইংল্যান্ড সফরে আবারও দলে ডাক পেয়েছেন সরফরাজ। তবে আরেক উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের সাথে লড়াই করে একাদশে সুযোগ পেতে হবে তাকে। এটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সরফরাজ।

তিনি বলেন, ‘দল থেকে বাদ পড়ার দীর্ঘদিন পর আবারও দলে ফিরেছি। এতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। ঠিক তেমনি, আমি আত্মবিশ্বাসী নিজের যোগ্যতা দিয়ে একাদশেও সুযোগ পাবো। রিজওয়ান ভালো খেলছে এবং অবশ্যই সে দলের প্রথম পছন্দ আর আমি ব্যাক-আপ। যে ভালো খেলবে সেই সুযোগ পাবে। একাদশে সুযোগ পেতে হলে আমাকে আর ভালো করতে হবে। এটিই বড় চ্যালেঞ্জ। এখন আমি লড়াইয়ে ফিরেছি এবং আমার জন্য এটি বড় সুযোগ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিতে চান হাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিতে চান হাফিজ

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পিসিবিকে কানেরিয়ার অনুরোধ

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পিসিবিকে কানেরিয়ার অনুরোধ

ইংল্যান্ড সফরের জন্য প্রতিদান চায় না পাকিস্তান : মিসবাহ

ইংল্যান্ড সফরের জন্য প্রতিদান চায় না পাকিস্তান : মিসবাহ

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর