প্রোটিয়াদের বিশেষ টুর্নামেন্টের অনুমতি দেয়নি সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ এএম, ২২ জুন ২০২০
প্রোটিয়াদের বিশেষ টুর্নামেন্টের অনুমতি দেয়নি সরকার

ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে ভুগছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে তিনটি দল নিয়ে সলিডারিটি কাপ অর্থাৎ একটি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

শুধু তাই নয়, করোনা পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেট কিংবা অন্যান্য খেলাধুলা ফেরানো যাবে কি-না তারও একটি পরীক্ষামূলক পরিকল্পনাও ছিল এটি। তবে আশাহত হওয়ার মতো সংবাদ হচ্ছে ওই ম্যাচ আয়োজনের জন্য অনুমতি দেয়নি দেশটির সরকার। তাই তো বাধ্য হয়ে এমন পরিকল্পনা আপতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সিএসএ।

করোনাভাইরাসের কারণে বেশ বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। তাই দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ আয়োজনের প্রস্তাব অনুমোদন করেনি দেশটির সরকার। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) জানিয়েছে, তারা ম্যাচ আয়োজনের জন্য নতুন তারিখ ঠিক করতে কাজ করছেন। কবে নাগাদ মাঠে গড়াবে এই ম্যাচ তার চূড়ান্ত তারিখ পরে জানাবেন বলে জানিয়েছেন তারা।

২৭ জুন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে 'সলিডারিটি কাপ' নামের থ্রিটিস টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টুর্নামেন্টটির ফরম্যাট কেমন হবে তাও জানিয়েছিল সিএসএ। তারা জানিয়েছিল, ৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করে খেলা হবে, যেখানে তিন দলে খেলোয়াড় থাকবে ৮ জন করে। প্রতি দল একে অন্যের বিপক্ষে ১২ ওভার করে ব্যাট করবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, আগের ইনিংসে যে দলের রান বেশি ছিল তারা আগে ব্যাট করবে। দলের শেষ ব্যাটসম্যান রয়ে যাবেন। অর্থাৎ, যদি প্রথম ইনিংসে কোনো দলের ৭ উইকেট পড়ে, তাহলে শেষ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে সেখান থেকেই শুরু করতে পারবে। রানের সংখ্যার ভিত্তিতে দলগুলোকে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সলিডারিটি কাপ দিয়ে মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকা

সলিডারিটি কাপ দিয়ে মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের ‘ফিক্সিং’ নিয়ে আবারও মুখ খুললেন মাহেলা

বিশ্বকাপের ‘ফিক্সিং’ নিয়ে আবারও মুখ খুললেন মাহেলা

ইংল্যান্ড সফরের আগে মালিকের জন্য পিসিবির বিশেষ ছাড়

ইংল্যান্ড সফরের আগে মালিকের জন্য পিসিবির বিশেষ ছাড়

বিশ্বকাপ ফাইনালে ফিক্সিংয়ের সত্যতা চান মাহেলা-সাঙ্গাকারা

বিশ্বকাপ ফাইনালে ফিক্সিংয়ের সত্যতা চান মাহেলা-সাঙ্গাকারা