করোনা পজিটিভেও পাকিস্তান সিরিজ বাতিলের শঙ্কা নেই : ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৪ জুন ২০২০
করোনা পজিটিভেও পাকিস্তান সিরিজ বাতিলের শঙ্কা নেই : ইংল্যান্ড

তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা দিবে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সফরের আগে ইতোমধ্যে পাকিস্তানের তিন ক্রিকেটারের দেহে করোনা পাওয়া গেছে। আর তাতে শঙ্কা তৈরি হয়েছ পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়ে।

তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে গিলস উড়িয়ে দিয়েছেন সে শঙ্কা। তিনি জানিয়েছেন, আরও করোনা পজেটিভ মিললেও পাকিস্তান সিরিজ বাতিলের শঙ্কা নেই।

ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা দেওয়ার আগে খেলোয়াড়দের দুইবার করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। যেখানে ১ম ধাপে রোববার (২১ জুন) রাওয়ালপিন্ডিতে ৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। তাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগেই করোনায় আক্রান্ত পাকিস্তানের তিন ক্রিকেটার

৫ জনের ওই কেন্দ্রের বাকি ২ জনের ফলাফল নেগেটিভ এসেছে। ওই ৫ জন ব্যতীত বাকিদের সোমবার (২২ জুন) লাহোর, করাচি ও পেশোয়ারের তিনটি কেন্দ্রে পরীক্ষা করা হয়েছে । তবে তাদের ফলাফল এখনও প্রকাশ করেনি পিসিবি।

পাকিস্তান শিবিরে এমন দুঃসংবাদের পরও আসন্ন সিরিজ নিয়ে শঙ্কিত নন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে গিলস। তিনি জানিয়েছেন, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আমি এমনটা মনে করি না যে, এটির কারণে সিরিজ আয়োজনে শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই এটি উদ্বেগের বিষয়। যেসব খেলোয়াড়েরা করোনা পজেটিভ হয়েছে আমরা তাদের সুস্থতা নিয়েই সবচেয়ে উদ্বিগ্ন। এই মুহুর্তে, আমি মনে করি না যে সিরিজটি আয়োজন হবে না, এমন সন্দেহের তালিকায় রয়েছে। টেস্ট সিরিজটি বাতিল হওয়ার শঙ্কা থেকে আমরা অনেক দূরে রয়েছি । আমরা আশাবাদী যে পাকিস্তান দল শিগগিরই দেশে পৌঁছে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও অন্যান্য পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি। আমি মনে করি, আমরা এখন অনেকটা এগিয়ে গিয়েছি। এমনকি যদি অন্যান্য পরীক্ষার বেশিরভাগ ফলাফল পজেটিভ হয়, তাতেও সমস্যা হবে না।’

এদিকে সাময়িকভাবে ইংল্যান্ড সফরের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার পর অনুশীলন শুরু করবে তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের মৃত্যুর খবরে মুখ খুললেন মোহাম্মদ ইরফান

নিজের মৃত্যুর খবরে মুখ খুললেন মোহাম্মদ ইরফান

ইংল্যান্ড সফরের আগে মালিকের জন্য পিসিবির বিশেষ ছাড়

ইংল্যান্ড সফরের আগে মালিকের জন্য পিসিবির বিশেষ ছাড়

ইংল্যান্ডকে পাকিস্তান পেসারের হুমকি

ইংল্যান্ডকে পাকিস্তান পেসারের হুমকি

পুরো দুইমাস পরিবার বিচ্ছিন্ন থাকতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের

পুরো দুইমাস পরিবার বিচ্ছিন্ন থাকতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের