২৩৩ বছরের ইতিহাসে এমসিসিতে প্রথম নারী সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ২৫ জুন ২০২০
২৩৩ বছরের ইতিহাসে এমসিসিতে প্রথম নারী সভাপতি

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্লেয়ার কনর। এমসিসির ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি। ২০২১ সালের ১ অক্টোবর দায়িত্ব বুঝে নেবেন।

বুধবার (২৪ জুন) এমসিসির বর্তমান সভাপতি কুমার সাঙ্গাকারা এক ভিডিও কনফারেন্সে পরবর্তী সভাপতি হিসেবে ক্লেয়ার কনরের নাম ঘোষণা করেন। একই সাথে এমসিসির সদস্যদের অনুমোদন সাপেক্ষে দ্বিতীয় মেয়াদে সভাপতির পদে থাকছেন সাঙ্গাকারা। এমসিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইংল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক ক্লেয়ার কনর বর্তমানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালে তাকে এমসিসির আজীবন সদস্য পদও দেওয়া হয়েছে।

এমসিসি পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাওয়া ক্লেয়ার কনর বলেছেন, ‘এমসিসির পরবর্তী সভাপতি হিসেবে আমার নাম ঘোষণা করার আমি সত্যিই সম্মানিত। ক্রিকেট ইতোমধ্যে আমার জীবনে সমৃদ্ধ করেছে এবং আমাকে দুর্দান্ত সুযোগ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি কতটা দূরে এসেছি তা দেখার জন্য প্রায়ই পিছন ফিরে তাকাতে হয়। লর্ডসের রুমে ৯ বছরের বালিকা হিসেবে প্রথমবার সবার যখন দেখা হয়েছিল তখন কেউ স্বাগত জানায়নি। এখন সময় বদলেছে।’

ক্লেয়ার কনরের বিষয়ে সাঙ্গাকারা বলেন, ‘আমি সত্যিই শিহরিত যে, ক্লেয়ার কনর এমসিসির পরবর্তী সভাপতি হিসেবে ক্লাবের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ক্রিকেট বিশ্বায়নে ক্লাবটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি নিশ্চিত যে তিনি (ক্লেয়ার কনর) এমসিসিতে যথেষ্ঠ ভূমিকা রাখবেন।’

১৯৯৫ সালে ইংল্যান্ড নারী দলের হয়ে অভিষেক হওয়ার পর ২০০০ সালে অধিনায়কত্বের দায়িত্ব পান ক্লেয়ার কনর। দায়িত্ব নিয়ে ২০০২ সালে ৪২ বছরের মধ্যে প্রথমবারের মতো অ্যাশেজ জেতান ক্লেয়ার কনর।

২০০৭ সালে ইসিবির নারী ক্রিকেট দলের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এছাড়া ২০১১ সালে আইসিসির নারী ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন ক্লেয়ার কনর।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

এমন ভুল উচিৎ হয়নি, আমি অনুতপ্ত : সাকিব

এমন ভুল উচিৎ হয়নি, আমি অনুতপ্ত : সাকিব

পাকিস্তানের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত

পাকিস্তানের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত

করোনা পজিটিভেও পাকিস্তান সিরিজ বাতিলের শঙ্কা নেই : ইংল্যান্ড

করোনা পজিটিভেও পাকিস্তান সিরিজ বাতিলের শঙ্কা নেই : ইংল্যান্ড