টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যেও তাহলে একই অবস্থা?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ পিএম, ০৭ জুলাই ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যেও তাহলে একই অবস্থা?

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্বান্তহীনতায় দুলছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত দু’মাসে তিনবার বৈঠক করেও কোন সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি।

আইসিসি কোন সিদ্ধান্ত নিতে না পারলেও বিশ্বকাপ আয়োজনের পক্ষে এখন পর্যন্ত ক্রিকেট বিশেষজ্ঞরা-সাবেক ও বর্তমান ক্রিকেটাররা কেউই মত দেননি। সকলেই বিশ্বকাপ আয়োজনের বিপক্ষেই ছিলেন। এমনকি আয়োজক দেশ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে, এ পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সভাপতি আর্ল হেডিংস বলেছিলেন, ‘করোনার মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন অবাস্তব এবং কঠিন।’ তবে অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য ঠিক হয়ে গেছে। এ বছরের নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না।

‘টেলিগ্রাফ’ ও ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেওয়া হবে।’ যদিও আইসিসির পক্ষ থেকে এখন এমন কোন তথ্য পাওয়া যায়নি।

এদিকে এ বছর বিশ্বকাপ স্থগিত করে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে সেটিও হচ্ছে না। কারণ, ২০২১ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। যেটির আয়োজক ভারত। আর এক বছরে দু’টি বিশ্বকাপ আয়োজন করবে না আইসিসি। ফলে আইসিসিকে পরপর দু’টি বিশ্বকাপ নিয়েও বড় ধরনের চিন্তায় পড়তে হবে।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সম্ভাবনা অনেক বেশি। শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে পারে আইপিএলের এবারের আসর। ভারতে করোনা সংক্রমনের হার দিন দিন বেড়ে চলায় দেশটিতেও ক্রিকেট আয়োজনের সম্ভাবনা কম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনার মধ্যে বিশ্বকাপ আয়োজন দুঃস্বপ্ন : মাইক হাসি

করোনার মধ্যে বিশ্বকাপ আয়োজন দুঃস্বপ্ন : মাইক হাসি

ভারত বিশ্বকাপে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

ভারত বিশ্বকাপে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় ‘করোনা ‍মুক্ত’ নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় ‘করোনা ‍মুক্ত’ নিউজিল্যান্ড

বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই