প্রত্যাশার চেয়ে কম মূল্যে স্পন্সরশিপ পেল পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ এএম, ১২ জুলাই ২০২০
প্রত্যাশার চেয়ে কম মূল্যে স্পন্সরশিপ পেল পিসিবি

করোনাভাইরাসের কারণে স্পন্সরশিপ জোগাড়ে বেশ বিপাকে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। আগের পানীয় সংস্থার সাথে তিন বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ায় স্পন্সরশিপ শূন্য হয়ে পড়েছিল পিসিবি। পরবর্তীতে স্পন্সরশিপ চেয়ে বিজ্ঞপ্তি দেয় পিসিবি।

বিজ্ঞপ্তি দিলেও খুব একটা সাড়া পায়নি পিসিবি। স্পন্সরশিপের জন্য কেবল মাত্র একটি প্রতিষ্ঠান আবেদন করে। আর তাতেও ছেয়ে গেছে হতাশা। প্রতিষ্ঠানটি যে মূল্য দেওয়ার আগ্রহ প্রকাশ করে তা আগের পানীয় কোম্পানির ৩০ শতাংশের কাছাকাছি। তাতে শুরুর দিকে নাকোচ করে দেয় পিসিবি।

তবে পিসিবির এক বিশ্বস্ত সুত্রমতে, আগের তুলনায় কম মূল্যে জাতীয় দলের স্পন্সরশিপের জন্য চুক্তি করেছে পিসিবি। নতুন একটি প্রতিষ্ঠানের সাথে ২০০ মিলিয়ন পাকিস্তানি রুপিতে ১ বছরের চুক্তি করেছে পিসিবি। যেখানে পিসিবির রিজার্ভ মূল্য নির্ধারণ ছিল এক বিলিয়ন পাকিস্তানি রুপি। ইংল্যান্ড সফর থেকে পাকিস্তানের জার্সিতে দেখা যাবে প্রতিষ্ঠানটির লোগো।

এদিকে আগের পানীয় কোম্পানির সাথে তিন বছরের চুক্তি ছিল পিসিবির। যার চুক্তিমূল্য ছিল ১২৫০ মিলিয়ন পাকিস্তানি রুপি। অন্যান্য স্পন্সরশিপ চুক্তিসহ পরের মূল্যটি দাঁড়ায় ১৮০০ মিলিয়ন পাকিস্তানি রুপিতে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি লোগোর পাশাপাশি পাকিস্তানের জার্সিতে দেখা যাবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির দাতব্য প্রতিষ্ঠান শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।৫ আগস্ট থেকে শুরু হবে টেস্ট সিরিজ আর টেস্ট সিরিজ শেষে ২৮ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো

পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো

সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে হতাশ ও রাগান্বিত ব্রড

সাউথ্যাম্পটন টেস্টে জায়গা না পেয়ে হতাশ ও রাগান্বিত ব্রড

টিকিটের টাকা ফেরত পাচ্ছেন পিএসএলের দর্শকরা

টিকিটের টাকা ফেরত পাচ্ছেন পিএসএলের দর্শকরা

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ