ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী বরখাস্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৯ আগস্ট ২০২০
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী বরখাস্ত

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোরের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ পাওয়ায় তদন্ত করে সিএসএ। এতদিন সাময়িক বরখাস্ত থাকলেও তদন্ত শেষে মোরেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে সিএসএ। বরখাস্ত করলেও তার অপরাধ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে মোরেকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

সিএসএ এক বিবৃতিতে জানায়, ‘একটি স্বাধীন ফরেনসিক তদন্তের উপর ভিত্তি করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তদন্ত থেকে জানা যায় থাবাং মোরে অসদাচরণের সাথে যুক্ত ছিলেন। যা তাকে স্থায়ীভাবে বরখাস্ত করতে বাধ্য করেছে।’

এদিকে ১৫ আগস্ট সিএসএ’র সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস নেনজানি। শুধু তিনিই নয় সরে দাঁড়িয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীও। সিএসএ জানায়, নতুন প্রধান নির্বাহীর নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দয়িত্ব পালন করবেন কুগান্দ্রি গোভেন্দার। এ মাসের ১৯ তারিখ থেকে দায়িত্ব পান গোভেন্দার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ৫শ উইকেট নেওয়া প্রথম বোলার ব্রাভো

টি-টোয়েন্টিতে ৫শ উইকেট নেওয়া প্রথম বোলার ব্রাভো

বোলিং মেশিনে প্রাকটিসে ‘ভয়’ পেয়েছিলেন সাদমান

বোলিং মেশিনে প্রাকটিসে ‘ভয়’ পেয়েছিলেন সাদমান

তিন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটার যুবাদের প্রশিক্ষণ

তিন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটার যুবাদের প্রশিক্ষণ

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি