দেশে ফিরেছেন সাকিব আল হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২০
দেশে ফিরেছেন সাকিব আল হাসান

ফাইল ফটো

যুক্তরাষ্ট্র থেকে পাঁচ মাস পর দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

চলতি বছরের ২০ মার্চ ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। সেখানে গিয়ে ২১ মার্চ থেকে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন শেষে পরিবারের কাছে যান তিনি। এরপর এপ্রিলে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন।

জানা গেছে, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সোজা বনানীর বাসায় গেছেন সাকিব। এখন তার করোনা পরীক্ষা হবে। ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত বাড়িতেই থাকবেন সাকিব। পরীক্ষায় করোনা নেগেটিভ আসলে শনিবারের (৫ সেপ্টেম্বর) দিকে অনুশীলনের জন্য বিকেএসপিতে যাবেন সাকিব।

সাকিবের দেশে ফেরার তথ্যটি গোপন রাখা হয়। দুই-একদিনের মধ্যে সাকিব দেশে ফিরবেন এ তথ্য জানানো হলেও কবে এবং কখন ফিরছেন তা গোপন রাখা হয়। সাকিব দেশে ফেরার তথ্য জানা গেছে বিমানবন্দরের ভিআইপি এন্ট্রির লগ বুক থেকে।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন সাকিব। চলতি বছরের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন। নিষেধাজ্ঞা শেষে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যেই ঢাকায় ফিরে বিকেএসপিতে অনুশীলন করছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

শ্রীলঙ্কা সফরে সাকিবের ফেরা নিয়ে ডোমিঙ্গোর ভাবনায় ফিটনেস

শ্রীলঙ্কা সফরে সাকিবের ফেরা নিয়ে ডোমিঙ্গোর ভাবনায় ফিটনেস

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

শিক্ষা নিয়েছেন, এবার শেখাবেন সাকিব

শিক্ষা নিয়েছেন, এবার শেখাবেন সাকিব