রোববার ঢাকায় ফিরছেন ডোমিঙ্গো-কুক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০
রোববার ঢাকায় ফিরছেন ডোমিঙ্গো-কুক

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ঢাকায় আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। আর সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় আসবেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

চলতি বছরের মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে নিজ দেশে গিয়েছিলেন ডোমিঙ্গো। সেখানে গিয়ে করোনার কারণে আটকা পড়েন তিনি। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকায় আসবেন ডোমিঙ্গো। ঢাকায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ডোমিঙ্গো-কুক ও গিবসন। কোয়ারেন্টাইন শেষে তামিম-মুশফিকদের নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করবেন তারা।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘গত ২ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল ডোমিঙ্গোর। কিন্তু ফ্লাইট জটিলতায় আগামীকাল (রোববার) ঢাকায় পৌঁছাবেন তিনি।’

তবে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় জাতীয় দলের সাথে যোগ দিবেন। আকরাম বলেন, ‘শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দিবেন ভেট্টোরি ও ম্যাকমিলান। বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে ম্যাকমিলানের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। আশা করছি, বাংলাদেশের ব্যাটসম্যানদের সহযোগিতা করতে তার সুবিধা হবে।’

দল ঘোষণার পর খেলোয়াড়দের ২০ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। করোনা পরীক্ষার রিপোর্টে উত্তীর্ণরা ২১ সেপ্টেম্বর থেকে অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন। প্রধান কোচ ডমিঙ্গোর তত্ত্বাবধানে ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরুর কথা রয়েছে। শ্রীলঙ্কা সফরের জন্য ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে টাইগাররা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রুটকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে : মরগান

রুটকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে : মরগান

আইপিএল থেকে সরে দাঁড়ালেন হরভজন

আইপিএল থেকে সরে দাঁড়ালেন হরভজন

আইপিএলে করোনা পরীক্ষায় ব্যয় ১২ কোটি টাকা

আইপিএলে করোনা পরীক্ষায় ব্যয় ১২ কোটি টাকা

করোনা সতর্কতায় টাইগারদের অনুশীলন বন্ধ

করোনা সতর্কতায় টাইগারদের অনুশীলন বন্ধ