লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২০
লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসান

নিষেধাজ্ঞার কারণে চলতি বছর আইপিএল খেলতে পারছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিষেধাজ্ঞা কেটে গেলে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার সুযোগ থাকছে সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারের।

চলতি বছরের ১ অক্টোবর অনুষ্ঠিত হবে নতুন এ টুর্নামেন্টের নিলাম। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির ভিত্তিক এ টুর্নামেন্টে প্রতি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন। প্রতিটি দলে থাকবেন ১৯ ক্রিকেটার। সেই হিসেবে ৬৫ জন স্থানীয় ক্রিকেটারের পাশাপাশি ৩০ জন আন্তর্জাতিক ক্রিকেটার খেলতে পারবেন।

সাকিব আল হাসান ছাড়াও এলপিএলের নিলামে নাম রয়েছে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মুনরো ও ভার্নন ফিল্যান্ডারের মতো ক্রিকেটারদের। এলপিএলের উদ্বোধনী আসরের নিলামে প্রায় ১৫০ বিদেশি ক্রিকেটার নাম লেখিয়েছেন। ভারতীয় ক্রিকেটকে বিদায় বলায় এলপিএলের নিলামে নাম লিখিয়েছেন ভারতীয় সাবেক পেসার মুনাফ প্যাটেল।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রকাশিত সূচি অনুযায়ী চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ২৮ আগস্ট থেকে মাঠে গড়ানোর কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। তবে টুর্নামেন্ট শুরুর আগেই পিছিয়ে গেছে উদ্বোধনী আসরটি। শ্রীলঙ্কার কোয়ারেন্টাইন নিয়মের কারণে বিদেশি খেলোয়াড়দের নিয়ে বিপাকে পড়তে হবে বলে টুর্নামেন্টটি পিছিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

২২ দিনের ওই টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে দেশের তিনটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সুরইয়াওয়াওয়া মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। দলের নামগুলো হবে কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুল্লা ও জাফনা শহরগুলোর নাম অনুসারে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় স্বল্পকালীন কোয়ারেন্টাইন চায় বিসিবি

শ্রীলঙ্কায় স্বল্পকালীন কোয়ারেন্টাইন চায় বিসিবি

সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী

মেয়েদের আইপিএল চান ঝুলন গোস্বামী