নিজ মাঠে চার দেশকে টানা অতিথিয়তা দেবে নিউজিলান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ এএম, ০১ অক্টোবর ২০২০
নিজ মাঠে চার দেশকে টানা অতিথিয়তা দেবে নিউজিলান্ড

ফাইল ফটো

করোনা ভয় কাটিয়ে মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। তারই ধারাবাহিতকায় চলতি বছরের নভেম্বরে ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে নিউজিল্যান্ড। নভেম্বর থেকে ঘরের মাঠে পাঁচ মাসে টানা চারটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে নিজ দেশে স্বাগত জানাবে নিউজিল্যান্ড।

প্রাণঘাতি করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে থমকে যায় ক্রিকেটসহ বিশ্ব ক্রীড়াঙ্গন। এরপর গত জুলাই থেকে নিজেদের মাঠে ক্রিকেট ফেরাতে সক্ষম হয় ইংল্যান্ড। এখন পর্যন্ত একমাত্র ইংল্যান্ডই নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পেরেছে।

তবে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে নিউজিল্যান্ডও।
ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ও দু’টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ২৭ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর ৩ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার সাথে-সাথে পাকিস্তানের বিপক্ষে লড়াই শুরু করবে নিউজিল্যান্ড। এখানেও একইভাবে তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট সিরিজ খেলবে তারা। টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ ডিসেম্বর এবং দু’ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর।

পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ২২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে এ সিরিজ। অস্ট্রেলিয়ার পর ১৩ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে নিউজিল্যান্ডের টানা ক্রিকেট ব্যস্ততা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্কট আরও ঘনিভূত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্কট আরও ঘনিভূত

অনুশীলনের পাশাপাশি ম্যাচেও ‍ফিরছেন টাইগাররা

অনুশীলনের পাশাপাশি ম্যাচেও ‍ফিরছেন টাইগাররা

ঘরোয়া লিগ দিয়ে মেয়েদেরও মাঠে ফেরাচ্ছে বিসিবি

ঘরোয়া লিগ দিয়ে মেয়েদেরও মাঠে ফেরাচ্ছে বিসিবি

দুই বছর পর আবারও ক্রাইস্টচার্চ সফরে বাংলাদেশ

দুই বছর পর আবারও ক্রাইস্টচার্চ সফরে বাংলাদেশ