ওভার কমেছে ৪৭, রান কমেছে ৪৯

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ এএম, ০৭ অক্টোবর ২০২০
ওভার কমেছে ৪৭, রান কমেছে ৪৯

টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাঁধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। বৃষ্টির বাঁধায় প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও কমে গেছে খেলার পরিধি। দিনের অর্ধেক সময় নষ্ট হওয়ায় ম্যাচের পরিধি নেমে এসেছে ৪৩ ওভারে।

ওটিস গিবসন একাদশ প্রথম দিনের করা ২৪৮ রানে ইনিং ঘোষণা করায় ব্যাট হাতে মাঠে নেমেছে রায়ান কুক একাদশ। তবে ৪৭ ওভার কমে আসায় তামিম-মুশফিকদের সামনে টার্গেট দাঁড়িয়েছে ২০০ রানের। অর্থাৎ, দিনের বাকি সময় আর বৃষ্টি না হলে জয়ের জন্য রায়ান কুক একাদশকে করতে হবে ৪৩ ওভারে ২০০ রান।

করোনা পরবর্তী টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সোমবার (৫ অক্টোবর) প্রথম দিন বৃষ্টির কারণে ১৮ ওভার কম খেলা হয়েছে। প্রথম দিনে ৭২ ওভারে ৮ উইকেটে ২৪৮ রান করে ওটিস গিবসন একাদশ। ইমরুল ৫৯ ও মাহমুদউল্লাহ’র ৫৬ রানের পর ২৯ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন শান্ত।

দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই মিরপুরে শুরু হয় বৃষ্টি। বেলা ১১টা পর্যন্ত চলা বৃষ্টিতে ঢাকা ছিল মিরপুরের মাঠ। তিন ঘণ্টা পর বৃষ্টি ছাড়লেও দুপুরের আগে খেলা শুরুর অবস্থা তৈরি হয়নি। যে কারণে হারিয়ে যায় দ্বিতীয় দিনের প্রথম সেশন।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে আসার তথ্য নিশ্চিত করেছেন টাইগারদের প্রস্তুতি ম্যাচের স্কোরার হাবিউল্লাহ। জানান, দিনের বাকি সময় আর বৃষ্টি না হলে ৪৩ ওভার খেলা হবে। ওভার কমে আসায় ২০০ রানের টাগেট বেঁধে দেওয়া হয়েছে।

অর্থাৎ প্রথম দিন ১৮ ওভার কম খেলার পর দ্বিতীয় দিনেও ৪৭ ওভার কম খেলা অনুষ্ঠিত হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটসম্যান-বোলারদের পারফরমেন্সে খুশি ইমরুল

ব্যাটসম্যান-বোলারদের পারফরমেন্সে খুশি ইমরুল

ইমরুল-রিয়াদের হাফ-সেঞ্চুরি, তাসকিনের ৩ উইকেট

ইমরুল-রিয়াদের হাফ-সেঞ্চুরি, তাসকিনের ৩ উইকেট

মিঠুনের লড়াকু ইনিংসের পর মমিনুলের সেঞ্চুরি

মিঠুনের লড়াকু ইনিংসের পর মমিনুলের সেঞ্চুরি

বিসিবির প্রস্তাবিত টুর্নামেন্টে খেলছেন না মাশরাফি

বিসিবির প্রস্তাবিত টুর্নামেন্টে খেলছেন না মাশরাফি