বাড়তি সতর্কতায় যুবাদের আবাসিক ক্যাম্প স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ এএম, ২১ অক্টোবর ২০২০
বাড়তি সতর্কতায় যুবাদের আবাসিক ক্যাম্প স্থগিত

ফাইল ফটো

বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানে (বিকেএসপি) চলমান অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্পটি স্থগিত করা হয়েছে। যুবাদের এশিয়া কাপকে সামনে রেখে আবাসিক ক্যাম্প আয়োজন করা হয়েছিল। তবে কাপটি স্থগিত হওয়ায় এবং কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় টাইগার যুবাদের ক্যাম্পটি স্থগিত করা হয়েছে।

দেশের করোনা পরিস্থিতির আরও অবনতি না হলে চলতি বছরের নভেম্বরে আবারও ক্যাম্পটি শুরু হবে। বিসিবি গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে চার সপ্তাহের ক্যাম্পটি ১ অক্টোবরে বিকেএসপি-তে শুরু হয়েছিল। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। তবে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি পরিত্যক্ত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদি সবকিছু ঠিকভাবে চলে তবে নতুন বছরে টুর্নামেন্টি অনুষ্ঠিত হতে পারে।

আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেছেন, ‘যদি এশিয়া কাপ অনুষ্ঠিত হতো, তবে আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তাম।যেহেতু এ বছর হচ্ছে না, তাই আমরা কোন ঝুঁকি নিচ্ছি না। সতর্কতার কারণে ক্যাম্পটি স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি দেশের করোনা পরিস্থিতি এর চেয়ে খারাপ না হয়, তবে আমরা নভেম্বরে ক্যাম্পটি শুরু করবো। বলতে পারেন, সাবধানতার কারণেই ক্যাম্পটি স্থগিত করা হয়েছে।’

এশিয়া কাপকে সামনে রেখে স্কিল ক্যাম্পের জন্য অনূর্ধ্ব-১৯-এর প্রাথমিক দলে ২৮ জনকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে বিকেএসপি-তে ৪৫ জন ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক স্কিল ক্যাম্প করা হয়েছিল। সেখান থেকে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যুব দলের কোচিং স্টাফে অপি-তালহা

যুব দলের কোচিং স্টাফে অপি-তালহা

স্টনিয়ারের সাথে চুক্তি বাড়ালো বিসিবি

স্টনিয়ারের সাথে চুক্তি বাড়ালো বিসিবি

বিশ্বকাপজয়ীদের পারফরমেন্সে মুগ্ধ ভেট্টোরি, দিলেন পরামর্শ

বিশ্বকাপজয়ীদের পারফরমেন্সে মুগ্ধ ভেট্টোরি, দিলেন পরামর্শ

বিশ্বকাপ জয়ী কোচকে রেখে দিল বিসিবি

বিশ্বকাপ জয়ী কোচকে রেখে দিল বিসিবি