যেখানে রয়েছি, সেটা যন্ত্রণাদায়ক : ধোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ এএম, ২৫ অক্টোবর ২০২০
যেখানে রয়েছি, সেটা যন্ত্রণাদায়ক : ধোনি

ছবি : বিসিসিআই

ইন্ডিয়া প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দশ আসরের ৮ বার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। যার মাঝে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে, আর ৫ বার হয়েছে রানার্স আপ। বাকি দুই আসরে সেরা চারে জায়গা করে নিলেও এবার টুর্নামেন্টের ১৩তম আসরে পয়েন্ট তালিকার তলানিতে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের এবারের আসরে শুভ সূচনা করলেও খেই হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে। সর্বশেষ শুক্রবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ের কাছে হেরেছে ১০ উইকেটের ব্যবধানে।

এবারের আসরে দলের অন্যান্য ব্যাটসম্যানদের ন্যায় ব্যাট হাতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ছিলেন ব্যর্থ। সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধোনির ব্যাট থেকে রান এসেছে ১৬ বলে ১৬। নির্ধারতি ২০ ওভার খেলতে পারলেও ৯ উইকেটে দলীও সংগ্রহ দাঁড়িয়েছিল ১১৪ রানে। যা কোন উইকেট না হারিয়েই জয় তুলে নেয় মুম্বাই

ম্যাচে এমন বাজেভাবে হারার পর ধোনির কণ্ঠেও শোনা গেল কষ্টের সুর। ম্যাচ শেষে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‌‘ম্যাচে যেটা দেখতে হবে যে, কোন ব্যাপারগুলোতে গলদ হচ্ছে। বিশেষ করে এ বছরটি আমাদের পক্ষে নেই। আজকে ৮ উইকেটে বা ১০ উইকেটে হেরেছি, এটার মূল্য সামান্যই। তবে টুর্নামেন্টের এখন পর্যায়ে আমরা যেখানে রয়েছি, সেটা যন্ত্রণাদায়ক। খুঁজে বের করতে হবে, দ্বিতীয় ম্যাচ থেকে কোথায় ঝামেলা হলো।’

নেটিজেনদের সমালোচনা রয়েছে চেন্নাইয়ের এবারের দলে বয়ষ্ক বা ফর্মহীন ক্রিকেটারদের নিয়ে। তবে ধোনি এসব কিছুকে অজুহাত খুঁজছেন না। তিনি বলেন, ‘একশটি কারণ থাকতে পারে। তবে মূল ব্যাপার হলো, কন্ডিশন যেমনই থাকুক, নিজেদের জিজ্ঞেস করতে হবে যে, সামর্থ্যের পুরোটা দিতে পেরেছি কি-না। কাগজে-কলমে ভালো দল হলেও মাঠে আমাদের প্রতিফলন কতটুকু। এ বছর আমরা কেন পারিনি।’

শুক্রবার মুম্বাইয়ে বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচটি ছিল প্লে-অফে যাওয়ার বাঁচা-মরার লড়াই। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ম্যাচটিতে জয়ের কোন বিকল্প ছিল না। এ,ন ম্যাচে চেন্নাই হেরে গেছে ১০ উইকেটের ব্যবধানে। একই সঙ্গে আইপিএলের চলমান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘আনফিট’ ধোনিকে পরামর্শ দিলেন মিয়াঁদাদ

‘আনফিট’ ধোনিকে পরামর্শ দিলেন মিয়াঁদাদ

ধোনির রেকর্ডের দিনে লজ্জার রেকর্ড গড়লো চেন্নাই

ধোনির রেকর্ডের দিনে লজ্জার রেকর্ড গড়লো চেন্নাই

ধোনি কন্যাকে ধর্ষণের হুমকি!

ধোনি কন্যাকে ধর্ষণের হুমকি!

দুঃসময়ের বৃত্তেই ধোনি, কোহলির দুর্দান্ত জবাব

দুঃসময়ের বৃত্তেই ধোনি, কোহলির দুর্দান্ত জবাব