মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ এএম, ০৫ নভেম্বর ২০২০
মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব

নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া পর আইসিসি ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সিংহাসন ফিরে পেলেন টাইগার সাকিব আল হাসান। ৩৭৩ রেটিং নিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সবার উপরে সাকিব।

পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার দিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় শীর্ষে থাকা সাকিবের আশেপাশেও অন্য কোন ক্রিকেটার নেই। নিষেধাজ্ঞার করণে এক বচল খেলা থেকে বাইরে থাকলেও সাকিবকে সরিয়ে দেওয়ার মতো কেউ হতে পারেননি।

আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং নিয়ে নিজের হারানো স্থানে ফিরেছেন সাকিব। এছাড়া প্রকাশিত নতুন তালিকায় সেরা দশে জায়গা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার উইলিয়ামস। ২৩৮ রেটিং নিয়ে দশ নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের এ অলরাইন্ডার।

এছাড়া র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ২৭৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে ওঠে গেছেন তিনি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পরে দুই দম্বরে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তবে সাকিবের চেয়ে রেটিং পয়েন্ট অনেক দূরে। তার রেটিং পয়েন্ট ৩০১।

২৮১ রেটিং ডয়েন্ট নিয়ে তালিকায় তিনে নম্বরে রয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। সেরা পাঁচের মধ্যে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, তার রেটিং ২৭১।

২৬৫ রেটিং নিয়ে ছয়ে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম এবং ১৫৩ রেটিং নিয়ে সাতে রয়েছেন আফগান ক্রিকেটার রশীদ খান। আটে থাকা মিচেল স্যান্টনারের রেটিং ২৫১ এবং ৯ নম্বরে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং ২৪৬।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২৯ নভেম্বর মুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। নিষিদ্ধ থাকায় কারণে র‍্যাঙ্কিং থেকে বাদ দিয়েছিল আইসিসি। তবে এক বছর পর আবার সেই শীর্ষ স্থানই ফিরে পেলেন সাকিব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিজ্ঞাপনের কথাগুলো সাকিবের ‘মনের কথা’

বিজ্ঞাপনের কথাগুলো সাকিবের ‘মনের কথা’

সাকিবের বিষয়ে ধৈর্যশীল হতে হবে : রাসেল ডোমিঙ্গো

সাকিবের বিষয়ে ধৈর্যশীল হতে হবে : রাসেল ডোমিঙ্গো

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব