ক্রিকেটারদের ফিটনেসে খুশি প্রধান নির্বাচক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১০ নভেম্বর ২০২০
ক্রিকেটারদের ফিটনেসে খুশি প্রধান নির্বাচক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। দুই দিনব্যাপী মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার প্রথম দিনের টেস্ট দেখে সন্তুষ্ট জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

খেলোয়াড়দের যোগ্যতা নির্ধারণে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষার প্রথম দিন ৭৯ জন ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ৮০ জন নেওয়া কথা থাকলেও তালিকায় থাকা সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দেননি। দুইদিন পর বুধবার ফিটনেস টেস্ট দেবেন সাকিব। এছাড়া মঙ্গলবার বাকি ৩৩ জন ক্রিকেটার তাদের ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ক্রিকেটাররা বিপ টেস্টে ভালো করছে। আজ (সোমবার) ৯০ শতাংশ খেলোয়াড় বিপ টেস্টে অংশ নিয়েছে। তারা ভালো করেছে।’
sportsmail24
তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আরও একটি গ্রুপ বিপ টেস্টের জন্য উপস্থিত হবে। আমরা খেলোয়াড়দের স্ট্যান্ডার্ড দেখতে একটি মানদণ্ড তৈরি করেছি। তারা দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে। আশা করি খুব শিগগিরই পুরো ফিটনেস অর্জন করতে পারবে তারা।’

সাকিব টেস্ট না দিলেন তাকে নিয়ে আশাবাদী মিনহাজুল। বিশ্বসেরা অলরাউন্ডার সকল প্রতিকূলতাকে কাটিয়ে উঠবেন এবং আসন্ন টি-টোয়েন্ট টুর্নামেন্টে খেলবেন এমনটাই প্রত্যাশা তার।

মিনহাজুল বলেন, নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট শুরু করার পথে রয়েছেন সাকিব। বিপ টেস্টে অংশ নিতে হবে তাকে। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যতম সেরা। আশা করি, খুব শিগগিরই পরীক্ষায় নামবেন তিনি। আশা করি, আসন্ন টুর্নামেন্টে ভালো খেলবেন সাকিব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহকে রেখেই পাকিস্তান যাচ্ছেন তামিম

মাহমুদউল্লাহকে রেখেই পাকিস্তান যাচ্ছেন তামিম

৩৭৫ দিন পর মিরপুরে সাকিব

৩৭৫ দিন পর মিরপুরে সাকিব

ফিটনেস টেস্টে উত্তীর্ণ আশরাফুল

ফিটনেস টেস্টে উত্তীর্ণ আশরাফুল

মাহমুদউল্লাহর করোনা পজিটিভ

মাহমুদউল্লাহর করোনা পজিটিভ