ফিটনেস টেস্টে সাকিবের সর্বোচ্চ স্কোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ এএম, ১২ নভেম্বর ২০২০
ফিটনেস টেস্টে সাকিবের সর্বোচ্চ স্কোর

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দেওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্ধারিত সময়ের একদিন পরে হলেও বাদ যাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে তিনি যেটা দেখালেন তাতে চমকই বটে। ফিটনেস টেস্টে সকলের চেয়ে সর্বোচ্চ স্কোর তুলে পাস করেছেন সাকিব।

সোম ও মঙ্গলবার (৯-১০ নভেম্বর) দুইদিন ছিল ফিটনেস টেস্ট দেওয়ার বিসিবির নির্ধারতি সময়। তবে সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দিয়েছেন বুধবার (১১ নভেম্বর)। কারণ, দীর্ঘ বিরতির পর তিনি কিছুটা সময় নিয়েছিলেন।

বুধবার সকালেই হোম অব ক্রিকেটে আসেন সাকিব। তবে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ফিটনেস টেস্টে বিশ্ব সেরা এ অলরাউন্ডার নিজের প্রমাণ দিলেন। এক বছরেরও বেশি সময় ক্রিকেটে না থাকলেও ফিটনেস টেস্টে ছাড়িয়ে গেছেন সবাইকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার যোগ্যতা অর্জনে ফিটনেস টেস্টে ১১ নম্বর বেঁধে দিয়েছিল বিসিবি। সেখানে সাকিবের স্কোর ১৩.৭! যা গত দুইদিন কোনো ক্রিকেটার এ স্কোর তুলতে পারেননি। যেখানে নিয়মিত খেলা ক্রিকেটারদের সর্বোচ্চ স্কোর ১২ মধ্যেই ছিল।

সাকিব দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও নিজের ফিটনেস যে ঠিক রেখেছেন তার প্রমাণ হয়ে গেছে। এছাড়া শ্রীলঙ্কা সফর উপলক্ষে দেশে ফিরে বিকেএসপির ২৫ দিনের অনুশীলন যে তার খুব বেশি কাজে দিয়েছে তার আর বলার অপেক্ষা রাখে না। এখন দীর্ঘ দিন পর ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফেরার অপেক্ষা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৩৭৫ দিন পর মিরপুরে সাকিব

৩৭৫ দিন পর মিরপুরে সাকিব

দেশে ফিরে ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

দেশে ফিরে ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

সাংবাদিক ও ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন সাকিব

সাংবাদিক ও ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন সাকিব

মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব

মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব