বাংলাদেশের জন্য কঠোর শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে ছাড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৪ নভেম্বর ২০২০
বাংলাদেশের জন্য কঠোর শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে ছাড়

কোয়ারেন্টাইন নিয়ে বাংলাদেশের জন্য এক নিয়ম আর ইংল্যান্ডের জন্য আরেক নিয়মের নাটক দেখালো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কঠোর কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর বাতিল এবার ইংল্যান্ডের জন্য দেশটিতে থাকছে না কোয়ারেন্টাইন।

চলতি বছরের মার্চে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লঙ্কায় গিয়েছিল ইংলিশরা। তবে করোনার কারণে সিরিজটি আর অনুষ্ঠিত হয়নি। এবার সেই সিরিজ খেলতেই নতুন বছরের জানুয়ারিতে আবারও দ্বীপ দেশটিতে যাচ্ছে ইংল্যান্ড।

দেশটিতে এখনো করোনার প্রকোপ অব্যাহত রয়েছে। তবে শ্রীলঙ্কা সফরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না ইংল্যান্ড ক্রিকেট দলকে। অথচ এই কোয়ারেন্টাইন ইস্যুতেই চলতি বছরের গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা বোর্ড থেকে সে সময় জানানো হয়, সফরে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। আর কোয়ারেন্টাইনে থাকাকালীন কোন অনুশীলন করা যাবে না। এমনকি হোটেল রুম থেকেও বের হওয়া যাবে না।

বাংলাদেশের পক্ষ থেকে কোয়ারেন্টাইনের সময়সীমা কমাতে বলা হলেও শ্রীলঙ্কা বোর্ড রাজি না হয়নি। পরে সিরিজটি বাতিল হয়ে যায়। তবে করোনা প্রকোপ না কমলেও জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে কোয়ারেন্টাইনে থাকবে না ইংল্যান্ড।

শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে যুক্তরাজ্যে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করেবে ইংল্যান্ড দল। এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী ৩ জানুয়ারি শ্রীলঙ্কায় আসবে ইংল্যান্ড। ১৪ জানুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ২৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।’

ডি সিলভা বলেন, ‘টেস্ট সিরিজের আগে শ্রীলঙ্কার কোন ঘরোয়া দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে না ইংল্যান্ড। তবে নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কায় আসার আগে যুক্তরাজ্যে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করবে ইংল্যান্ড।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে জৈব-সুরক্ষার পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি

ওয়েস্ট ইন্ডিজকে জৈব-সুরক্ষার পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

২০২০ সালে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সম্ভবনা নেই

২০২০ সালে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সম্ভবনা নেই

ইংল্যান্ডে নতুন ঘোষণায় আটকে গেল দর্শকদের ফেরা

ইংল্যান্ডে নতুন ঘোষণায় আটকে গেল দর্শকদের ফেরা