করোনামুক্ত মমিনুল হক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ এএম, ২১ নভেম্বর ২০২০
করোনামুক্ত মমিনুল হক

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক মমিনুল হক। দ্বিতীয় দফা পরীক্ষার তার শরীরে কোভিড-১৯ নেগেটিভ এসেছে। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে প্রথম থেকেই তাকে মাঠে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দ্বিতীয় দফা পরীক্ষার ফল হাতে পান মমিনুল। সেখানে তার শরীরে কোভিড-১৯ নেগেটিভ ফল এসেছে। মমিনুল নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ নভেম্বর স্ত্রীসহ করোনা আক্রান্ত হন মমিনুল। এরপর থেকে তারা দু'জন বাসাতেই আইসোলেশনে ছিলেন। সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) দ্বিতীয়বারের মতো পরীক্ষা জন্য নমুনা দেন তারা। তবে মমিনুল করোনা মুক্ত হলেও তার স্ত্রীর তথ্য জানা যায়নি।

করোনামুক্ত হয়ে মমিনুল বলেন, বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা, যাক আলহামদুলিল্লাহ; এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। হাতে সময় আছে। ফিটনেস নিয়ে সমস্যা হবে না।

করোনা আক্রান্ত হলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিলামে দল পেয়েছেন মমিনুল হক। গাজী গ্রুপ চট্টগ্রাম তাকে দলে ভিড়িয়েছে। মুমিনুল ছাড়াও দলটিতে মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনরা রয়েছেন। আর গাজী গ্রুপ চট্টগ্রামের নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক শান্ত

মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক শান্ত

বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব

বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব

বঙ্গবন্ধু কাপ দেশি খেলোয়াড়দের বড় প্লাটফর্ম

বঙ্গবন্ধু কাপ দেশি খেলোয়াড়দের বড় প্লাটফর্ম

বঙ্গবন্ধু কাপেও ফেরানো হচ্ছে না দর্শক

বঙ্গবন্ধু কাপেও ফেরানো হচ্ছে না দর্শক