স্ত্রীসহ মমিনুলের করোনা পজিটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১১ নভেম্বর ২০২০
স্ত্রীসহ মমিনুলের করোনা পজিটিভ

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার মুমিনুল নিজেই সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের টেস্ট ক্রিকেটের ২০ বছর পূর্তির দিনে টেস্ট অধিনায়কের এমন সংবাদ এলো।

জানা গেছে, গতকাল সোমবার কোভিড-১৯ পরীক্ষার পর তাদরে দু’জনেরই পজিটিভ ফল এসেছে। ফল পাওয়ার পর থেকে স্ত্রীকে নিয়ে আইশোলেশনে আছেন মমিনুল। একই সাথে চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

এদিকে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর টেস্ট অধিনায়কেরও খেলা নিয়ে সংশয় তৈরি হলো। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরতে চান মমিনুল। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
sportsmail24
এর আগে পিএসএলে খেলতে যাওয়ার আগে নিয়মিত পরীক্ষায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। যদিও তার শরীরে কোন উপসর্গ নেই। সন্দেহ হওয়ায় দ্বিতীয়বারের পরীক্ষাতেও একই ফল আসে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২১ বছরের টেস্টে বাংলাদেশ, অর্জনের চেয়ে বেশি আক্ষেপ

২১ বছরের টেস্টে বাংলাদেশ, অর্জনের চেয়ে বেশি আক্ষেপ

মাহমুদউল্লাহর করোনা পজিটিভ

মাহমুদউল্লাহর করোনা পজিটিভ

দেশে ফিরে ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

দেশে ফিরে ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব

মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব