ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পর্যবেক্ষণ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৫ নভেম্বর ২০২০
ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পর্যবেক্ষণ দল

ক্রিকেটের তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সফরে আসার আগে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতিনিধি দল। ঢাকার কোভিড-১৯ ব্যবস্থা পরিচালনা ও সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে দুই সদস্যের প্রতিনিধি দল শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকায় পৌঁছাবে।

নতুন বছরের জানুয়ারিতে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে কোভিড-১৯-এর কারণে সফরটি সংক্ষিপ্ত করতে একটি টেস্ট কমতে পারে

মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি শুক্রবার ( ২৮ নভেম্বর) ঢাকায় আসবেন। একজন তাদের মেডিকেল বিভাগের ও অন্যজন তাদের নিরাপত্তা বিভাগের। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করবেন তারা। সকল ব্যবস্থা দেখার পর নিজেদের বোর্ডকে রিপোর্ট প্রদান করবেন।’

বিসিবি ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে কোভিড-১৯ নিয়ে বিস্তৃত পরিকল্পনা পাঠিয়েছে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু করতে প্রথম পদক্ষেপ বিসিবির। যদিও বায়ো-সুরক্ষা পরিবেশ বেশ আগেই দেশের মাটিয়ে ঘরোয়া ক্রিকেট ফিরিয়েছে বাংলাদেশ।

এছাড়া আইসিসির সদস্য ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল প্যানেলের ডিরেক্টর ডা. অক্ষয় মানসিং এবং নিরাপক্তা ও সুরক্ষা ম্যনেজার পল স্লোউইর আলাদা-আলাদাভাবে ৩ ডিসেম্বরের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের জন্য কঠোর শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে ছাড়

বাংলাদেশের জন্য কঠোর শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে ছাড়

নিউজিল্যান্ডে প্রটোকল ভেঙে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডে প্রটোকল ভেঙে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

স্যামুয়েলসের অবসর তথ্য গোপন করেছিল বোর্ড

স্যামুয়েলসের অবসর তথ্য গোপন করেছিল বোর্ড

২১ বছরের টেস্টে বাংলাদেশ, অর্জনের চেয়ে বেশি আক্ষেপ

২১ বছরের টেস্টে বাংলাদেশ, অর্জনের চেয়ে বেশি আক্ষেপ