নিউজিল্যান্ডের দৃষ্টি টেস্ট র‌্যাংকিংয়ের চূড়ায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ এএম, ০২ ডিসেম্বর ২০২০
নিউজিল্যান্ডের দৃষ্টি টেস্ট র‌্যাংকিংয়ের চূড়ায়

ফাইল ফটো

টেস্ট র‌্যাংকিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, শীর্ষে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটিতে চোখ নিউজিল্যান্ডের। দুই ম্যাচে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলেই শীর্ষে উঠবে তারা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। অপরদিকে সফরে টি-টোয়েন্টি সিরিজে হারলেও টেস্ট ফরম্যাটে ভালো করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১৬। মাত্র এক রেটিং কম ১১৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সিরিজের দু’ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়ার সমান রেটিং হবে নিউজিল্যান্ডের। তবে ভগ্নাংশের হিসেবে অস্ট্রেলিয়াকে সরিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিশ্চিতভাবে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকবে নিউজিল্যান্ড।

অন্যদিকে ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতলেই আবার এককভাবে শীর্ষস্থান দখল করবে অস্ট্রেলিয়া। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে নিজেদের শীর্ষে উঠার সুযোগটি কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড।

দলের ওপেনার টম লাথাম বলেছেন, ‘করোনার কারণে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামছি আমরা। আমাদের লক্ষ্য এ ফরম্যাটে ভালো করা। সিরিজের দুই ম্যাচ জিতলেই র‌্যাংকিংয়ের শীর্ষে উঠার সুযোগ থাকছে। তবে সেটি বেশি দিন ধরে রাখা সম্ভব হবে কি-না এখনই বলা যাচ্ছে না। কারণ, শীর্ষে উঠলেও অস্ট্রেলিয়ার সমান রেটিংই থাকবে। তবে আমরা সিরিজের দু’ম্যাচ জিততে চাই। ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। আমাদের চমকে দেওয়ার সামর্থ্য তাদের আছে।’

করোনার মধ্যে দীর্ঘদিন পর জুলাইয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে টেস্ট সিরিজের আয়োজন করে ইংলিশরা। ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে ক্যারিবীয়রা। টেস্ট সিরিজ ছাড়াও ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে তারা। নিউজিল্যান্ড সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে কাইরন পোলার্ডের দল।

টেস্ট ভিন্ন ফরম্যাট, ফলে এখানে ভালো করার ব্যাপারে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেছেন, ‘গত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ আমরা জিতেছিলাম। ওই জয়টি আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। করোনার কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকলেও সম্প্রতি দলের সকলেই খেলার মধ্যে রয়েছে। আশা করছি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে পারবো আমরা। টি-টোয়েন্টি আর টেস্ট ফরম্যাট এক নয়। তাই টেস্ট ম্যাচ খেলার জন্য নিজেদের মানসিকতা ঠিক রাখতে হবে।’

নিউজিল্যান্ড সফরে শেষ দুই সিরিজেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৫ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা। এবারের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তভুক্ত।

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), উইল ইয়ং।

ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক) জার্মেই ব্লাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারন ব্রাভো, সামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, শেন ডাউরিচ, শানন গাব্রিয়েল, শিমরন হেটমায়ার, চেমার হোল্ডার, আলজেরি জোসেফ, কেমো পল ও কেমার রোচ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টির পেটে তৃতীয় টি-টোয়েন্টি, সিরিজ নিউজিল্যান্ডের

বৃষ্টির পেটে তৃতীয় টি-টোয়েন্টি, সিরিজ নিউজিল্যান্ডের

বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার, ছিটকে গেলেন মমিনুল

বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার, ছিটকে গেলেন মমিনুল

কোহলিদের বিপক্ষে রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে অস্ট্রেলিয়া

কোহলিদের বিপক্ষে রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে অস্ট্রেলিয়া

ওয়ার্নারকে নিয়ে টেস্টেও শঙ্কা

ওয়ার্নারকে নিয়ে টেস্টেও শঙ্কা