অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরতে পারেন স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৫ এএম, ১১ ডিসেম্বর ২০২০
অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরতে পারেন স্মিথ

ফাইল ফটো

বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া ছাড়াও হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের নেতৃত্ব। তবে এখন আবারও সেই নেতৃ্ত্ব ফিরে পেতে পারেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে নিজেই জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান সেটআপে সন্তুষ্ট বলেও উল্লেখ করেছেন স্টিভ স্মিথ।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে ১২ মাসের জন্য নিষিদ্ধ হওয়ার সময় জাতীয় দলের নেতৃত্বও হারান ৩১ বছর বয়সী স্মিথ। ওই শাস্তির আওতায় আরও এক বছরের জন্য নেতৃত্ব থেকে দূরে থাকার যে বিধান রয়েছে সেটিও এখন শেষ।

বর্তমানে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন টিম পাইন। আর সিমীত ওভারের ম্যাচের দায়িত্ব পালন করছেন অ্যারন ফিঞ্চ। গত সপ্তাহের শেষভাগে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিঞ্চকে দল থেকে প্রত্যাহার করা হলে ফের আলোচনার কেন্দ্রে ফিরে আসে নেতৃত্বের বিষয়টি। ভারপ্রাপ্ত হিসেবে স্মিথ ফের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত ম্যাথু ওয়েডকে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিতে যাওয়া স্মিথ বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। আমার বিষয়ে এবং নেতৃত্ব নিয়ে আলোচনায় আমার মনে হয় জবাব দেবেন জেএল (কোচ জস্টিন ল্যাংগার)। নিজের বিষয়ে আমি এটি বলতে চাই যে, দলের জন্য সেরাটা দিতে পারলেই আমি খুশি। এভাবেই আমি এগিয়ে যেতে চাই। দলের জন্য যেকোন কিছু করতেই আমি প্রস্তুত আছি।’

চলতি সপ্তাহেই ল্যাংগার সাংবাদিকদের বলেছিলেন, স্মিথের নেতৃত্বে ফেরা নিয়ে ‘একটি প্রস্তুতি চলছে’। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। বিষয়টি ফলপ্রসু হবে কি-না সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান স্মিথ।

তিনি বলেন, ‘আমার মনে হয় নেতৃত্ব বাছাইয়ের একটি প্রক্রিয়া রয়েছে। বোর্ডের মাধ্যমে এ জাতীয় বিষয়গুলো নিস্পত্তি হবে। অন্যরাও সেটি নিয়ে মত প্রকাশ করবেন। আমি নিশ্চত এবারও এর চেয়ে খুব বেশি ব্যতিক্রম হবে না। তবে আমি কোন কিছুই জানি না। এ মুহূর্তে যারা আছে তারা বেশ ভালোভাবেই কাজ করছে। আমার বর্তমান অবস্থানও স্বস্তিদায়ক।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিদের বিপক্ষে রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে অস্ট্রেলিয়া

কোহলিদের বিপক্ষে রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে অস্ট্রেলিয়া

নিজ দেশের বিগ ব্যাশে খেলবেন না স্মিথ

নিজ দেশের বিগ ব্যাশে খেলবেন না স্মিথ

অবসরের আগে ইংল্যান্ড ও ভারতের মাটিতে সিরিজ জিততে চান স্মিথ

অবসরের আগে ইংল্যান্ড ও ভারতের মাটিতে সিরিজ জিততে চান স্মিথ

স্মিথকে চার বলের চ্যালেঞ্জ দিলেন শোয়েব

স্মিথকে চার বলের চ্যালেঞ্জ দিলেন শোয়েব