ক্রিকেটে নিজস্ব ব্র্যান্ড দাঁড় করাতে চান তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ এএম, ২১ জানুয়ারি ২০২১
ক্রিকেটে নিজস্ব ব্র্যান্ড দাঁড় করাতে চান তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের ক্রিকেটকে একটি ব্র্র্যান্ডে পরিণত করতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যেন অন্য ক্রিকেটারকে উদ্দেশ্য করে কেউ বলতে পারেন যে, ‌‘দেখো, এরা বাংলাদেশের মতো খেলছে’। অধিনায়কত্বের যাত্রায় এমনটাই প্রত্যাশা নতুন ওয়ানডে দলনেতার।

তামিম জানান, দলের সংস্কৃতি, শক্তি, দুর্বলতা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে অন্যান্য দেশের স্টাইল অনুসরণ করা উচিত নয়। তার চেয়ে নিজস্ব স্টাইলে ক্রিকেট তৈরি করা উচিত। অর্থাৎ, নিজ দলের যা শক্তি রয়েছে, সেখানে মনোনিবেশ করা উচিত এবং এটি তাদের ক্রিকেটের ‘ব্র্যান্ড’ হিসাবে তৈরি করবে।

দীর্ঘ দিন পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ‘বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট’ নিয়ে আসতে চান তামিম। এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক হিসেবে অভিষেক হচেছ তামিম ইকবালের।

তামিম বলেন, ‘আমি সবসময়ই বাংলাদেশের ব্র্যান্ড ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে থাকি। আমি সবসময় বলেছি, প্রতিটি দেশের নিজস্ব স্টাইল রয়েছে। তাই আমি মনে করি, আমাদের অন্য কাউকে অনুসরণ করা উচিত নয়। আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী হতে পারি না বা অস্ট্রেলিয়ার মতো নিজেদের গড়ে তুলতে পারি না।’

তামিম বলেন, ‘আমি যা তৈরি করতে চাই, সেটি হলো- বাংলাদেশের ব্র্যান্ড ক্রিকেট তৈরি করা, যা আমাদের খেলানো উচিত। আমরা অন্যকে অনুসরণ না করে নিজেদের খেলায় মনোনিবেশ করতে চাই। আমাদের শক্তি কোথায় রয়েছে সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। প্রকৃতপক্ষে আমরা যদি আমাদের শক্তির দিকে মনোনিবেশ করি, আর এটি আমাদের ব্র্যান্ড হওয়া উচিত। তবেই আমরা ভালো খেলবো।’

অধিনায়ক হিসেবে তামিমের রেকর্ড মোটেও ভালো নয়। ইংল্যান্ডে গত বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওই সিরিজে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

গত মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ান মাশরাফি। সদ্য ঘরোয়া দু’টি টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছেন তামিম। তবে সাফল্যের দেখা পাননি। অধিনায়ক হিসেবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তামিম জানান, দু’টি ঘরোয়া টুর্নামেন্টে অধিনায়কত্ব করা তার জন্য ভালো ছিল।

তামিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব শুরু করার আগে ঘরোয়া দু’টি টুর্নামেন্টের অধিনায়কত্ব করাটা আমার জন্য ভালো দিক। দুর্ভাগ্যক্রমে আমরা মহামারীটির কারণে বেশ কয়েকটি সিরিজ মিস করেছি। দু’টি টুর্নামেন্টই আমার জন্য কঠিন ছিল। আমি অনেক কিছু শিখেছি, কারণ এটি খুবই কঠিন ছিল। আমি যদি ভালো করি, তবে আমি এগিয়ে যেতে পারবো এবং সময়ের সাথে-সাথে অধিনায়কত্বের স্টাইল তৈরি হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

সকল প্রকার ক্রিটিসাইজ হজমে প্রস্তুত তামিম

সকল প্রকার ক্রিটিসাইজ হজমে প্রস্তুত তামিম

প্রিয় দল ও তামিমের জন্য মাশরাফির শুভকামনা

প্রিয় দল ও তামিমের জন্য মাশরাফির শুভকামনা

‘স্পটলাইটে’ থাকা তামিমের প্রশংসায় ডোমিঙ্গো

‘স্পটলাইটে’ থাকা তামিমের প্রশংসায় ডোমিঙ্গো