কারো ফিটনেসে ঘাটতি দেখছেন না সালমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৭ জানুয়ারি ২০২১
কারো ফিটনেসে ঘাটতি দেখছেন না সালমা

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল সর্বশেষ একসঙ্গে ছিল গত বছরের ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর করোনাভাইরাস পরবর্তী দীর্ঘ ১১ মাস পর দলীয় অনুশীলনের সুযোগ পেয়েছেন সালমা-সুলতানারা। তবে দীর্ঘ সময় খেলার মাঝে না থাকলেও কারো ফিটনেসে ঘাটতি দেখছেন না বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।

করোনা পরবর্তী ৪ জানুয়ারি (সোমবার) থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুশীলনে ইতিমধ্যে নিজেদের মধ্যে চারটি ওডিআই এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সালমা-জাহানারারা।

খেলা না থাকায় সবাই যার যার বাসায় ছিলেন। তবে দীঘ সময় খেলায় না থেকেও নারী ক্রিকেটাররা ফিটনেস ধরে রেখেছেন। দলের সতীর্থদের ফিটনেস দেখে অবাক অধিনায়ক সালমা খাতুন।

তিনি বলেন, ‘৮-৯ মাস পর আমরা ক্যাম্পে এসেছি। তবে মনেই হচ্ছে না প্রথম ক্যাম্পে এসেছি। মনে হচ্ছে আমরা ক্রিকেটের ভেতরেই ছিলাম। মেয়েদের অনুশীলন দেখে মনে হচ্ছে বাসায় থাকলেও সবাই ফিটনেসের কাজ করেছে। এখানে আসলে খুবই ভালো প্রস্তুতি হচ্ছে।’

করোনার মাঝেও বায়ো-সুরক্ষা পরিবেশে অনুশীলন ক্যাম্প আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়ে সালমা বলেন, ‘অনেক দিন সবাই ক্রিকেটের বাইরে ছিল, বাসায় ছিল। বায়ো-বাবলে থেকে আমরা ক্যাম্প শুরু করেছি। এ জন্য ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য এমন একটি ক্যাম্পের সুযোগ করে দিয়েছে।’

অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘খুব ভালো প্রস্তুতি হচ্ছে আমাদের এখানে, অনেক ভালো প্র্যাকটিস করছি। এখনও হাতে অনেকটা সময় আছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য। এ সময়ের মধ্যে ফিটনেস, স্কিল, যে ফরম্যাটগুলো আছে ক্রিকেটে, ইনশাআল্লাহ অনুশীলনের মাধ্যমে সব কাভার করতে পারব। যেহেতু সামনে আন্তর্জাতিক ম্যাচ আছে, ম্যাচের আগে প্রস্তুত হতে পারবো, আশা করি।’

সালমা বলেন. ‘ক্যাম্প শুরু করেছি অনেক দিন হয়ে গেল, প্রায় মাঝামাঝি। ক্যাম্পে প্রস্তুতি খুব ভালো হচ্ছে, কেন না এখানে সব সুযোগ-সুবিধাই পাচ্ছি। আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। ফিটনেস করছি, জিম পাচ্ছি, ইনডোর পাচ্ছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আমরাও দারুণ পারফর্ম করবো : জাহানারা আলম

আমরাও দারুণ পারফর্ম করবো : জাহানারা আলম

ডিসেম্বরে বাংলাদেশেই বসছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

ডিসেম্বরে বাংলাদেশেই বসছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

নারী ক্রিকেটার খুঁজছে বিসিবি

নারী ক্রিকেটার খুঁজছে বিসিবি

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা