২৯৬ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১
২৯৬ রানে অলআউট বাংলাদেশ

লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ফলো-অন এড়ানোর পর প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে ঢাকা টেস্টের প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০৫ রান করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন শনিবার মুশফিকুর রহিম ২৭ ও মোহাম্মদ মিঠুন ৬ রান নিয়ে দিন শুরু করেন। তবে তারা বেশি দূর যেতে পারেননি।

হাফ-সেঞ্চরি করে মুশফিক ৫৪ রানে ফিরলেও মিঠুন ফিরেছেন মাত্র ১৫ রানে। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন লিটন-মিরাজ। লিটনের ৭১ ও মিরাজের ৫৭ রানের ইনিংসের ফলে ফলো-অন এড়ায় বাংলাদেশ।
sportsmail24
শেষ পর্যন্ত ২৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নাঈম হাসান শূন্য ও আবু জায়েদ ১ রান করে আউট হলে ব্যাট হাতে ১৩ রানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।

এর আগে দ্বিতীয় দিন ওপেনিংয়ে ব্যাট করতে তামিম ইকবাল ৪৪, সৌম্য সরকার শূন্য, নাজমুল হাসান শান্ত ৪ এবং অধিনায়ক মমিনুল হক ২১ রান করে আউট হন।

ওয়েস্ট ইন্ডিজের কর্নওয়াল ৭৪ রানে ৫টি উইকেট শিকার করেছেন। এছাড়া শ্যানন গাব্রিয়েল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট শিকার করেছেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন রাজ্জাক-নাফীস

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন রাজ্জাক-নাফীস

টেস্ট নেতৃত্বে মমিনুলই উপযুক্ত : তামিম

টেস্ট নেতৃত্বে মমিনুলই উপযুক্ত : তামিম

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মুশফিকের হাফ-সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মুশফিকের হাফ-সেঞ্চুরি

বড় সংগ্রহ গড়েই থামলো উইন্ডিজ

বড় সংগ্রহ গড়েই থামলো উইন্ডিজ