নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ইভ্যালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ইভ্যালি

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এ বিষয়ে প্রতিষ্ঠানটির চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

২০১৯ বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোনো স্পন্সর নেই বাংলাদেশ ক্রিকেট দলের। ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার। এরপর জাতীয় দলের জার্সিতে যোগ হয়েছে আকাশ।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেক্সিমকোর স্পন্সরকৃত জার্সি পড়ে খেলেছে তামিম-মমিনুল হকরা। এবার নিউজিল্যান্ড সফরে স্পন্সর হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত হলো ইভেলি।

নিউজিল্যান্ড সফরে টাইগারদের টিম স্পন্সর হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এছাড়া দলের কিট স্পন্সর হিসেবে রয়েছে ইভেলির সহপ্রতিষ্ঠান ইফুড।

অনুষ্ঠানে বিসিবির পক্ষে স্পন্সরশিপ চুক্তির ঘোষণা দেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, নিউজিল্যান্ড সিরিজের জন্য দুই কোটি টাকায় টিম স্পন্সরশিপ কিনেছে ইভ্যালি। এ চুক্তি শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য।

অনুষ্ঠানে অন্যান্যাদের মাঝে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামিমা নাসরিন, মার্কেটিং হেড আরিফ আর হোসাইন উপস্থিত ছিলেন।

নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। ২০ মার্চ ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের ক্রিকেট দলের এ সিরিজ।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এপ্রিলে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল

এপ্রিলে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ২০ জন

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ২০ জন

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

সমস্যার সমাধান দেখছেন বিসিবি সভাপতি

সমস্যার সমাধান দেখছেন বিসিবি সভাপতি