বাংলাদেশে একাডেমি করার ইচ্ছা রাজস্থান রয়্যালসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৫ মার্চ ২০২১
বাংলাদেশে একাডেমি করার ইচ্ছা রাজস্থান রয়্যালসের

ভারতের বিশিষ্ট ব্যবসায়ী এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর হঠাৎই এসেছিলেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শনে। ঝটিকা সফরে শের-ই-বাংলার মূল মাঠ, একাডেমিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজ নেন। যাওয়ার আগে জানিয়ে যান, হঠাৎ সফরের মূল কাহিনী। বলেন, বাংলাদেশে একটি একাডেমি করার ভাবনা রয়েছে।

স্টেডিয়াম পরিদর্শন শেষে ভারতীয় এ বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, ‌‌‘আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের পাশে থেকেছি। আশরাফুলের সময় (বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক), ১৯৮৭ সালে এখানে এসেছিলাম। এখানে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল এশিয়া কাপ, আমি উইলস-এ ছিলাম, টুর্নামেন্টের স্পন্সর ছিলাম (১৯৮৮ উইলস এশিয়া কাপ)। এখানে ফিরতে পেরে আমি খুবই খুশি।’

তবে এবারের আসাটা ভিন্ন কারণে। বৃহস্পতিবার (৪ মার্চ) হঠাৎ সফরের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এবার এসেছি স্টেডিয়াম দেখতে যে, কীভাবে আমরা বাংলাদেশের জেলাগুলোর সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ও উত্তরবঙ্গের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারি। কীভাবে ক্রিকেটে কোনো বিনিময় কর্মসূচি নিতে পারি।’

বাংলাদেশে একাডেমির করার বিষয়ে রঞ্জিত বারঠাকুর বলেন, ‘আমি ভাবছি, এখানে একাডেমি করবো, রয়্যাল একাডেমি। তবে এখনও চূড়ান্ত হয়নি, ভাবনা আছে। এবার এখানে এসে আমার মনে হয়েছে, পুরো আইপিএল এটা অনুভব করবে।’

এবারের আইপিএলে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। তবে একই সময়ে জাতীয় দলের খেলা থাকায় আইপিএলের মোস্তাফিজকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মোস্তাফিজে বিয়ষে তিনি বলেন, ‘আরেকটি বিষয়, শুরু থেকেই রাজস্থ্যান রয়্যালসের চেয়ারম্যান হওয়ার সোভাগ্য হয়েছে আমার। আমরা এবার মোস্তাফিজকে নিয়েছি। আশা করি, সে খেলবে আমাদের হয়ে। তবে অবশ্যই তার কাছে দেশের দায়িত্ব আগে, তারপর রাজস্থান। দেখা যাক, আশা করি সে (মোস্তাফিজ) দেশের হয়ে সুযোগ পাবে। না পেলে আমরা সবসময় তার পাশে আছি।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শনে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস

শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শনে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস

আইপিএলে নতুন ঠিকানা পেল মোস্তাফিজ

আইপিএলে নতুন ঠিকানা পেল মোস্তাফিজ

ভিত্তিমূল্য ৭৫ লাখ, বিক্রি হলো ১৬ কোটি ২৫ লাখে

ভিত্তিমূল্য ৭৫ লাখ, বিক্রি হলো ১৬ কোটি ২৫ লাখে

১৪ বছর পর ছয় বলে ছয় ছক্কা, নজির পোলার্ডের

১৪ বছর পর ছয় বলে ছয় ছক্কা, নজির পোলার্ডের