জিম্বাবুয়ের শক্তি নিয়ে মিসবাহ’র ‘বচন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ এএম, ১৩ মে ২০২১
জিম্বাবুয়ের শক্তি নিয়ে মিসবাহ’র ‘বচন’

সম্প্রতি সময়ের  বেশ ভালোই সময় কাটছে পাকিস্তানের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ জয়ের আগে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। তবে, পাকিস্তান মানেই যেন বিতর্ক। শুধু ম্যাচ নয়, সিরিজ জিতেও মানুষের সমালোচনা শুনতে হচ্ছে পাকিস্তানকে। এবার সেই সমালোচনারই জবাব দিলেন দলটির কোচ মিসবাহ উল হক। 

দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান সিরিজ জিতলেও সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্ত, অনেকের প্রশ্ন তুলেছিল পাকিস্তান `দুর্বল` এবং `ছোট` দলের বিপক্ষেই জয় লাভ করেছে। আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাদের কয়েকজন মূল খেলোয়াড় একাদশে না থাকায় এই প্রশ্ন উঠে। 

আবার জিম্বাবুয়ে সিরিজেও জিম্বাবুয়ের পূর্ণ শক্তির দল পায়নি পাকিস্তান। দলের সিনিয়র একাধিক খেলোয়াড় ইঞ্জুরিতে থাকায় জিম্বাবুয়ের দলও তাদের সেরা একাদশ সাজাতে পারেনি। 

প্রতিপক্ষের দল কেমন  ছিল, কে ছিল আর কে ছিল না এসব নিয়ে ভাবতে নারাজ পাকিস্তানের কোচ মিসবাহ উল হক। বরং নিজের দলের পারফরম্যান্সেই খুশি তিনি। 

মিসবাহ বলেন, `দক্ষিণ আফ্রিকা তাদের সেরা দলটি পায়নি, তবে যারা পরিবর্তে খেলেছে তারাও যথেষ্ট ভালো। তাছাড়া তারা খেলেছে তাদের ঘরের মাঠে। তাদের সেরা দলের বিপক্ষে খেলতে না পেরে হতাশ। তাদের দল নিয়ে তো আমাদের কিছু করার নেই, নিজেদের পারফরম্যান্সই আমাদের দেখতে হবে। প্রতিপক্ষ পূর্ণ শক্তির না হলে, আমাদের কিছু করার নেই।`  

সকল সমালোচনাকে বাদ দিয়ে মিসবাহ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিয়েই খুশি। `দুটি সিরিজের ফলই আমাদের পক্ষে থাকায় আমরা দারুণ খুশি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে আমরা দারুণ করেছি। তবে কিছু জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে হবে।` বললেন মিসবাহ উল হক।   

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঈদ ছুটিতে ক্রিকেটারদের চলাফেরার ‘লাগাম টেনে’ বিসিবির নির্দেশনা

ঈদ ছুটিতে ক্রিকেটারদের চলাফেরার ‘লাগাম টেনে’ বিসিবির নির্দেশনা

পিএসএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন সাকিব

পিএসএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন সাকিব

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার স্কোয়াডে ১৮ জন, অনুমতির অপেক্ষা

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার স্কোয়াডে ১৮ জন, অনুমতির অপেক্ষা

বাঁশের তৈরি ব্যাটে এমসিসির না

বাঁশের তৈরি ব্যাটে এমসিসির না