বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার স্কোয়াডে ১৮ জন, অনুমতির অপেক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৭ এএম, ১২ মে ২০২১
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার স্কোয়াডে ১৮ জন, অনুমতির অপেক্ষা

ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে (রোববার) ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা দল। বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ১৮ সদস্যের দল চূড়ান্ত করে ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ক্রীড়া মন্ত্রীর অনুমোদন হলেই ঘোষণা করা হবে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের মাধ্যমে সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক এবং সহ-অধিনায়ক নিয়ে যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা। এ দলে দিমুথ করুণারত্নের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশল পেরেরা আর তার সহকারী হিসেবে থাকবেন কুশল মেন্ডিস।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হারার পাশাপাশি অধিনায়কত্ব এবং দলে জায়গা হারিয়েছেন দিমুথ করুণারত্নে। এছাড়া আরও পাঁচ সিনিয়র ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছে ঠিক এ কারণেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন থিসারা পেরেরা।

সিনিয়র ক্রিকেটাররা ওয়ানডে দলে জায়গা পাচ্ছেন না, এ বিষয়টি বেশ আগেই জানা গিয়েছিল। নির্বাচক কমিটি সিনিয়র ক্রিকেটারদেরকে কেন দলে রাখা হচ্ছে না, এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছিল।

২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য রেখে দল সাজাচ্ছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। এ কারণেই অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কুশল পেরেরার কাঁধে।

সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন ২৩ বছর বয়সী মারকুটে ওপেনার আভিষ্কা ফার্নান্দো। ফিটনেস টেস্টে ব্যর্থতার কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না।

শ্রীলঙ্কা দল (অনুমোদনের অপেক্ষায়)
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), ধানুষ্কা গুণাথিলাকা, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাশুন শানাকা, ইসুরু উদানা, দুষ্মন্ত চামিরা, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, ওয়ানেন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস 


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কার ছয় ক্রিকেটারকে ‘তলব’

বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কার ছয় ক্রিকেটারকে ‘তলব’

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাঁশের ব্যাট, ক্রিকেটারদের ‌‘নতুন স্বপ্ন’

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাঁশের ব্যাট, ক্রিকেটারদের ‌‘নতুন স্বপ্ন’

ভারতীয়দের রাজত্বে ভাগ বসালেন বাবর

ভারতীয়দের রাজত্বে ভাগ বসালেন বাবর

বাঁশের তৈরি ব্যাটে এমসিসির না

বাঁশের তৈরি ব্যাটে এমসিসির না