ক্যারিয়ারের তোয়াক্কা না করেই মুখ খুললেন মালিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৭ মে ২০২১
ক্যারিয়ারের তোয়াক্কা না করেই মুখ খুললেন মালিক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিপক্ষে কথা বলা শুরু করেছেন সাবেক পাকিস্তানী ক্রিকেটাররা। এবার সে তালিকায় যোগ দিলেন সাবেক পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিক। ক্যারিয়ার চিন্তা না করেই বোর্ডের বিপক্ষে কথা বলেছেন বলে জানালেন এ পাকিস্তানী ক্রিকেটার।

শোয়েব মালিকের দাবি, পারফর্মেন্স না স্বজনপ্রীতির মাধ্যমে নির্বাচন করা হয় দল। তিনি জানান, বোর্ডের কর্মকর্তা থেকে নির্বাচক সবাই স্বজনপ্রীতিতে জড়িত। এর ফলেই যোগ্য ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না বলে জানান তিনি।

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন শোয়েব মালিক। এছাড়াও ২০২০ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। এর কারণ হিসেবেও নির্বাচক কমিটিকে দায়ী করেছেন তিনি।

জাতীয় দলের সুযোগ না পেয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে পুরোটাই চলে পছন্দ-অপছন্দের ভিত্তিতে। এখানে যোগ্য ক্রিকেটাররা সুযোগ পায় না। আমাদের দেশের ক্রিকেট বোর্ডে অনেক বেশি স্বজনপ্রীতি চলে যার কারণে আমাদের ক্রিকেট অনেক পিছিয়ে পড়ছে।‘

শুধু এটা বলেই নিজেকে শান্ত রাখেননি মালিক। তিনি বলেন, ’৩৯ বছর বয়স হলেও আমি জাতীয় দলের খেলার জন্য পুরোপুরি ফিট। তবে আবারও দলে ডাক না পেলে তার জন্য কোনো আক্ষেপ নেই আমার। তবে সত্যি কথা বলতে গিয়ে যদি বোর্ডে রোষানলে পড়ি তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক কিছুই হতে পারে না।‘

বোর্ড এবং নির্বাচকদের এক হাত নিলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বেশ প্রশংসা করেছেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘বাবর ক্রিকেটার হিসেবে অসাধারণ হলেও অধিনায়ক হিসেবে তার বড় কোনো সাফল্য নেই। এর পিছনে দায়ী আমাদের ক্রিকেট বোর্ড। কারণ বাবর নিজের পছন্দ অনুযায়ী ক্রিকেটারদের দলে পায় না। দেশ সেরা ক্রিকেটারদেরকে নিয়ে দল গড়া হলে সে অবশ্যই সাফল্য পাবে।‘


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শোয়েবের অধিনায়কত্বে বিদায় বলতে চেয়েছিলেন আফ্রিদি

শোয়েবের অধিনায়কত্বে বিদায় বলতে চেয়েছিলেন আফ্রিদি

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

মানসিক চাপ নিতে পারেননি আমির

মানসিক চাপ নিতে পারেননি আমির

পাকিস্তানের দুর্বলতা খুঁজে পেল কামরান আকমল

পাকিস্তানের দুর্বলতা খুঁজে পেল কামরান আকমল