রিজওয়ানসহ পাকিস্তান দলের সমালোচনায় শোয়েব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ এএম, ২০ মে ২০২১
রিজওয়ানসহ পাকিস্তান দলের সমালোচনায় শোয়েব

শোয়েব আখতার মানেই যেন আলোচনা-সমালোচনা। একের পর এক মন্তব্য করে প্রতিনিয়তই আলোচনায় থাকছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের পর এবার পাকিস্তানের ব্যাটার রিজওয়ানসহ পুরো পাকিস্তান দলের সমালোচনায় মাতলেন তিনি। 

বর্তমান সময়ে মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে পাকিস্তানের। জয়ের পথেই রয়েছে তারা, তবে তাতে সন্তুষ্ট নন শোয়েব আখতার। তিনি বলেন, 'পাকিস্তান জিতলে মনে হয় যেন সব ঠিক আছে, কেউ খারাপ খেললে, কেউ ভুল করলেও তা যেন চোখে পড়ে না।' 

পাকিস্তানের এই স্পিড স্টার চান খেলোয়াড়েরা তাদেরকে দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করুক। তিনি খেলোয়াড়দেরকে নিজের জন্য না খেলে দলের জন্য খেলতে অনুরোধ করেন। তিনি বলেন, খেলোয়াড়দের নিজেদের স্বাভাবিক ব্যাটিং করতে। 

শোয়েব আখতার বলেন, 'আমি চিৎকার করে বলতে চাই এ ধরনের খেলা বন্ধ করুন। এভাবে খেলতে থাকলে ভবিষ্যতে ব্যর্থতাই শুধু আসবে।' 

পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ানের তীব্র সমালোচনা করে শোয়েব আখতার বলেন, 'রিজওয়ানের ব্যাপারটা নিয়ে তারও ভাবা উচিত। পাকিস্তান কারো চাচা/মামার দল না যে প্রতি ফরম্যাটেই আপনি (রিজওয়ান) ওপেনিংয়ে নামবেন। আপনাকে দেয়া দায়িত্ব আপনাকে পালন করতে হবে।' 

পুরনো ক্রিকেট ধ্যান ধারণা থেকে বের হয়ে ক্রিকেটারদের মডার্ন ক্রিকেটের সাথে পরিচিত এবং অভ্যস্ত হতেও অনুরোধ করেন শোয়েন আখতার। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মোহামেডানের হয়ে খেলার অনুমতি পেয়েছেন সাকিব

মোহামেডানের হয়ে খেলার অনুমতি পেয়েছেন সাকিব

সিপিএলে নতুন দায়িত্বে স্যামি

সিপিএলে নতুন দায়িত্বে স্যামি

টিকা নিয়ে বিপাকে কলকাতার কুলদ্বীপ

টিকা নিয়ে বিপাকে কলকাতার কুলদ্বীপ

অ্যাশেজের আগে আরও এক সিরিজ অস্ট্রেলিয়ার

অ্যাশেজের আগে আরও এক সিরিজ অস্ট্রেলিয়ার