তামিম-মুশফিকদের উত্তরাধিকার পেতে ‘ছায়া জাতীয় দল’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৬ জুন ২০২১
তামিম-মুশফিকদের উত্তরাধিকার পেতে ‘ছায়া জাতীয় দল’

ফাইল ফটো

জাতীয় দলে তামিম-মুশফিকদের ভবিষ্যৎ উত্তরাধিকারদের নিয়ে ‌‘বাংলাদেশ টাইগার্স’ নামে ‘শ্যাডো’ (ছায়া) জাতীয় দল তৈরি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৫ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শ্যাডো (ছায়া) জাতীয় দল তৈরি করা হবে। জাতীয় দলে ডাক না পাওয়া ক্রিকেটাররা এ দলের হয়ে খেলবে। জাতীয় দলের ন্যায় অনুশীলনের সুবিধা পাবে তারা। দলের বাইরে থাকার সময় নিজেদের কীভাবে তৈরি রাখতে হয়, এ চিন্তা থেকে এ ছায়া দল তৈরি করা হচ্ছে।’

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পরিচর্যা বর্তমানে ‘এ’ এবং ইমার্জিং দলের মাধ্যমে করা হয়ে থাকে। তবে এবার এ পক্রিয়া আরও তরান্বিত করতে ছায়া জাতীয় দল গড়ার সিদ্ধান্ত নিল বিসিবি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘ জাতীয় দলের হেড কোচের অধিনেই দেশীয় কোচরা সারা বছর এসব ক্রিকেটারদের নিয়ে কাজ করবে। জাতীয় দলে যদি কোন ক্রিকেটার বাছাই করতে হয়, এই দল থেকে সরাসরি নিয়ে নেবে। এক পজিশনের জন্য কয়েকজন ক্রিকেটার থাকবে, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

বিশ্বকাপ আয়োজনে বিড করবে বাংলাদেশ

বিশ্বকাপ আয়োজনে বিড করবে বাংলাদেশ

হাসান আলী-জয়াবিক্রমা টপকে সেরা ক্রিকেটার মুশফিক

হাসান আলী-জয়াবিক্রমা টপকে সেরা ক্রিকেটার মুশফিক