ব্যতিক্রম সাউদি, খেলতে চান আরও টেস্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৯ জুন ২০২১
ব্যতিক্রম সাউদি, খেলতে চান আরও টেস্ট

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের কারণে ক্রিকেটাররা টেস্ট বিমুখ হয়ে যাচ্ছে। অনেক ক্রিকেটারই টেস্ট থেকে অবসর নিয়ে নেয় বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার জন্য। বর্তমান ক্রিকেটের এমন অবস্থায় ব্যতিক্রম নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদি। অন্যরা যেখানে টেস্ট বিমুখ, সেখানে আরও বেশী টেস্ট খেলতে চান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ দলের সদস্য সাউদি।

২০১৯ সাল থেকে বর্তমান পর্যন্ত অন্য দেশগুলোর তুলনায় অনেক কম টেস্ট ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড (১১টি)। একমাত্র বাংলাদেশ ব্যতীত বাকি সবগুলো দেশই উক্ত সময়ে নিউজিল্যান্ডের চেয়ে বেশি টেস্ট খেলেছে। টিম সাউদিও চান আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে। তিনি বলেন, 'আমরা খুব বেশি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলি না। দুই ম্যাচের টেস্ট সিরিজের পরিবর্তে আমি আরও ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চাই।'

সাউদি নিজেও জানেন, বর্তমান এই সময়ে সূচির বাইরে গিয়ে সিরিজ আয়োজন করাও খুব কঠিন। একে তো আন্তর্জাতিক ক্রিকেট, তার উপর বিভিন্ন দেশের লিগ ক্রিকেটারদের ব্যস্ত করে রাখে সারা বছর। 'এফটিপির বাইরে ম্যাচ আয়োজন করা কঠিন। এই ফরম্যাটে আরও কয়েক বছর পারফর্ম করতে চাই। আমি মনে করি আমাদের আরও বেশি টেস্ট ম্যাচ খেলার অধিকার আছে', বলেন সাউদি। 

চলতি বছরের ডিসেম্বরে ৩৩ এ পা রাখবেন সাউদি। তবে বয়স নিয়ে ভাবতে মোটেও রাজি নন তিনি। ইংল্যান্ডের জেমস এন্ডারসন এবং নিউজিল্যান্ডের রস টেইলরের উদাহরণ টেনে সাউদি বলেন, 'অ্যান্ডারসন ৩৮ বছর বয়সে এমন পারফরম্যান্স করছে যেটা তার থেকে মানুষ আশা করে। রস টেইলর ৩৭ বছর বয়সেও আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ খেলে যাচ্ছে। আমি মনে করি বয়স শুধুই একটি সংখ্যা। আমি আরও দীর্ঘদিন খেলতে পারব।'

জাতীয় দলের হয়ে খেলার অনূভুতিই অন্যরকম বলে মনে করেন সাউদি। আর তাই যতদিন নিজের সেরাটা দিতে পারবেন ততদিন ই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। সাউদি বলেন, 'আমি মনে করি আমি আগের মতই ফিট আছি। আর তাই আমি আরও দীর্ঘদিন খেলা চালিয়ে যেতে চাই। নিজ দেশকে প্রতিনিধিত্ব করা সম্মান এবং গৌরবের ব্যাপার। আমি এই গৌরবের কাজটি যতদিন পারি করে যেতে চাই।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউনিস খানকে নিয়ে মুখ খুললেন মিসবাহ

ইউনিস খানকে নিয়ে মুখ খুললেন মিসবাহ

স্বল্প সময়েও ডোমিঙ্গোকে সহযোগিতা করতে চান প্রিন্স

স্বল্প সময়েও ডোমিঙ্গোকে সহযোগিতা করতে চান প্রিন্স

জিম্বাবুয়ে সফরের আগে সবাই করোনা নেগেটিভ

জিম্বাবুয়ে সফরের আগে সবাই করোনা নেগেটিভ

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে করোনার হানা

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে করোনার হানা